সকল বেসরকারি বিশ্ববিদ্যালয়ে একই প্রশ্নপত্রে ভর্তি পরীক্ষার সিদ্ধান্ত
স্টাফ রিপোর্টার / লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর :
চলতি শিক্ষা বছর থেকেই সব বেসরকারি বিশ্ববিদ্যালয়ে একই প্রশ্নপত্রে ভর্তি পরীক্ষা নেয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে।
উপাচার্যদের সঙ্গে ইউজিসির এক মতবিনিময় সভায় এ সিদ্ধান্ত হয়। এ বিষয়ে এক সপ্তাহের মধ্য ১২ সদস্যের কমিটি গঠন করবে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন। এ সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে শিক্ষাবিদরা বলছেন, এতে শিক্ষার্থীদের ভোগান্তি কমে আসবে।
প্রতিবছর পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিতে গিয়ে শিক্ষার্থীদের নানা ভোগান্তি পোহাতে হয়। সে কারণে মেডিকেল ভর্তি পরীক্ষার মতো সব বিশ্ববিদ্যালয়ে একই প্রশ্নপত্রে পরীক্ষার দাবি ছিল শিক্ষার্থী ও শিক্ষকদের।
অবশেষে ২০২০-২১ শিক্ষাবর্ষ থেকে সেই দাবির বাস্তবায়ন হতে যাচ্ছে বলে জানায় বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন।
তবে দীর্ঘদিন পরে হলেও এ সিদ্ধান্ত শিক্ষার্থীদের জন্য সুফল বয়ে আনবে বলে মনে করছেন শিক্ষাবিদরা।
শিক্ষাবিদ সৈয়দ আনোয়ার হোসেন বলেন, তাদের কতো রকমের হেনস্তা হতো আগের পদ্ধতিতে সে থেকে তারা বাঁচবে।
আর্থিক সুবিধার জন্য শিক্ষার্থীদের সুযোগকে সীমিত করা হয়েছে। রাষ্ট্রপতি যখন বললের তখন কাজ হতে যাচ্ছে। যেভাবেই হোক আমি এ সিদ্ধান্তকে স্বাগত জানাব।
গুচ্ছ পদ্ধতিতে ভর্তি পরীক্ষার বিষয়ে শিগগিরই কমিটি গঠন করে উপাচার্যদের মার্চের মধ্য চিঠি দেয়া হবে বলে জানায় বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন।