অবশেষে কার্যকর ব্রেক্সিট

আন্তর্জাতিক ডেস্ক / লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর :

অবশেষে ৪৭ বছর পর ইউরোপীয় ইউনিয়ন থেকে আনুষ্ঠানিকভাবে বেরিয়ে এল ব্রিটেন। দেশটির স্থানীয় সময় শুক্রবার রাত ১১ টার সময় এ বিচ্ছেদ কার্যকর হয়।

গণভোটে রায়ের সাড়ে তিন বছর পর নানা নাটকীয়তার পর কার্যকর হলো এই ব্রেক্সিট। ঐতিহাসিক এই মুহূর্তের সময় দেশটিতে একই সঙ্গে উদযাপন ও ব্রেক্সিট বিরোধী প্রতিবাদ করতে দেখা গেছে।

ব্রেক্সিট কার্যকরের ফলে দেশটির ১ কোটি ৭৪ লাখ মানুষের গণভোটের ইচ্ছা পূরণ হলো।

ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন দেশকে একত্রে এগিয়ে নেয়ার জন্য অঙ্গীকার করেছেন।

ব্রেক্সিট কার্যকরের এক ঘণ্টা আগে সামাজিক মাধ্যমে এক বিবৃতিতে তিনি বলেন, অনেকের কাছে এটি আশার এক বিস্ময়কর মুহূর্ত, এমন এক মুহূর্ত যা কখনই আসবে না বলে তারা ভেবেছিল।

‘এবং অবশ্যই অনেকে আছেন যারা এতে উদ্বেগ এবং পরাজয় মনে করছেন ‘, বলেন বরিস। তিনি আরও বলেছেন, এবং অবশ্যই তৃতীয় গ্রুপ আছে- প্রকৃত পক্ষে বৃহত- যারা ভেবেছিল রাজনৈতিক এই লড়াই কখনো থামবে না।

এছাড়া বরিস বলেন, আমি এই সমস্ত অনুভূতিগুলোই বুঝি। সরকার হিসেবে আমার কর্তব্য হচ্ছে সবাইকে একসঙ্গে নিয়ে দেশকে এগিয়ে নেয়া।

তবে ব্রেক্সিট কার্যকর হলেও তবে আগামী এগার মাস পরিবর্তনকালীণ সময় বা ট্রানজিশনাল পিরিয়ড হিসেবে বিবেচিত হবে।

আর এই সময়ের মধ্যে যুক্তরাজ্য ইইউ আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকবে এবং ইইউকে অর্থ প্রদান করবে। বিবিসি।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *