ইলিয়াস কাঞ্চনের ১০০ কোটি টাকার মানহানি মামলা
কোর্ট রিপোর্টার / লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর :
সড়ক দুর্ঘটনায় স্ত্রীকে হারিয়েছিলেন ইলিয়াস কাঞ্চন
বাংলাদেশে নিরাপদ সড়কে দাবিতে আন্দোলনকারী ইলিয়াস কাঞ্চন একশ’ কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে সাবেক মন্ত্রী শাজাহান খানের বিরুদ্ধে যে মানহানির মামলা করেছেন, আদালত তা গ্রহণ করেছে।
মি: কাঞ্চন পরিবহন শ্রমিক নেতা শাজাহান খানের বিরুদ্ধে মানহানির অভিযোগ তুলে ১০০ কোটি টাকার ক্ষতিপূরণ চেয়ে ঢাকার জজ আদালতে মামলাটি করেছিলেন গত বুধবার।
এ ব্যাপারে সাবেক মন্ত্রী এবং পরিবহন শ্রমিক নেতা শাজাহান খানের কাছে লিখিত ব্যাখ্যা চেয়েছে আদালত । শাজাহান খান বলেছেন, তিনি আদালতের কাছে যথাসময়ে তার ব্যাখ্যা বা জবাব দেবেন।
বৃহস্পতিবার শুনানির পর আদালত মামলাটি গ্রহণ করে।
মি: কাঞ্চনের পক্ষের আইনজীবী মো: রেজাউল করিম বলেছেন, তার মক্কেলকে নিয়ে আপত্তিকর মন্তব্য করার বিষয়ে সুনির্দিষ্ট অভিযোগ এনে তারা মামলাটি করেছেন।
“আদালত শাজাহান খানের প্রতি সমন দিয়েছে। তাকে এখন নিজে গিয়ে বা আইনজীবীর মাধ্যমে আদালতে ব্যাখ্যা দিতে হবে।”
নিরাপদ সড়কের দাবিতে আন্দোলনকারী ইলিয়াস কাঞ্চন বিভিন্ন সময় সড়ক পরিবহন শ্রমিকদের একটা বড় অংশের তোপের মুখে পড়েছেন।
কয়েকমাস আগে সরকার পরিবহন আইন কঠোরতর করার পর মি: কাঞ্চনকে পরিবহন শ্রমিকরা বাস টার্মিনালগুলোতে অবাঞ্ছিত ঘোষণা করেছিল।
সেই প্রেক্ষাপটে গত ডিসেম্বরে নারায়ণগঞ্জে এক অনুষ্ঠানে সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সভাপতি এবং সাবেক মন্ত্রী শাজাহান খান তার বক্তব্যে ইলিয়াস কাঞ্চনের আয়ের উৎস নিয়ে প্রশ্ন তুলেছিলেন। এই বক্তব্যকেই উল্লেখ করে মামলাটি করা হয়।