বিনামূল্যে টেলিমেডিসিন সেবা চালু করলো বিএমএসএ

এস এম আলাউদ্দিন আল আজাদ আলিফ ব্যুরো চিফ, দৈনিক সচিত্র মৈত্রী 

বান্দরবান : করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে সাধারণ চিকিৎসা সেবা পাওয়া এখন বেশ কঠিন। চিকিৎসকদের করোনা আক্রান্ত রোগীদের সেবা দিতে হিমশিম খেতে হচ্ছে। ব্যতিক্রম নয় পাহাড়ি জনপদ বান্দরবানও। রোগী বা রোগীর সহযোগী সহজেই যেন অন্যান্য যেকোন রোগের সেবা বা উপদেশ তৎক্ষণাৎ পেতে পারেন সেজন্য বিনামূল্যে টেলি মেডিসিন সেবা চালু করলো বান্দরবান মেডিকেল স্টুডেন্টস অ্যাসোসিয়েশন (বিএমএসএ) । ২৪ ঘণ্টা বিশেষজ্ঞ ডাক্তারের মাধ্যমে এই সেবা পাওয়া যাবে।

অঘোষিত লকডাউন থাকার কারণে বান্দরবানের রোগীদের দুর দুরান্ত থেকে হাসপাতালে যাওয়া আসা বেশ কষ্টসাধ্য। এ সেবা সম্পর্কে সংগঠনটির সভাপতি বেনজীর জাহাঙ্গীর নুয়েল বলেন, বান্দরবান শহরে যোগাযোগ ব্যবস্থা সহজ থাকলেও দুর্গম অঞ্চল থেকে চিকিৎসা সেবা পাওয়া বেশ কঠিন। যেহেতু এখন যোগাযোগ ব্যবস্থা বন্ধ রয়েছে, সেহেতু এই অঞ্চলের মেডিক্যাল পড়ুয়া শিক্ষার্থীরা মিলে আমরা এই পাহাড়ি অঞ্চলের সেবা প্রদানের জন্য ব্যবস্থা গ্রহণ করেছি। সামাজিক দায়বদ্ধতা থেকে আমরা সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করছি। আমাদের সিনিয়র চিকিৎসকরাও আমাদের সহযোগিতা করছেন। সেজন্য আমরা আন্তরিকভাবে কৃতজ্ঞ।

ইতোমধ্যে বান্দরবান স্বাস্থ্য বিভাগ ৫টি হটলাইন নাম্বারে রোগীদের এই সেবা প্রদান করে যাচ্ছে। পাশাপাশি বিএমএসএ আরো নয়টি নাম্বারে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করবে। নাক, কান ও গলার সমস্যার জন্য রয়েছেন বিশেষজ্ঞ চিকিৎসক ডা. মো. নজরুল ইসলাম। এই বিভাগে সেবা পেতে ০১৭১৭৯৯৬৩৯৩ নাম্বারে যোগাযোগ করতে হবে। এছাড়া ডা. আব্দুল হক সজীব ( ০১৭৯৮৫৫২০৩৩), ডা. মোহাম্মদ আরিফুল ইসলাম (০১৮৩০৫৭৬৫৬৪), ডা. মোহাম্মদ সাজ্জাদুল আমিন চৌধুরী (০১৬৩৪৯১৯৩৫০), ডা. এস. এম. হাবিবুর রহমান সাগর (০১৫২১২০৫০৯৫), ডা. মুমিনুল ইসলাম মুমিন (০১৮৪৫৮৩৩৩৫০), ডা. সাগর দে (০১৩০৩৪৮৬৯০১), ডা. ইমতিয়াজ উদ্দিন মানিক(০১৮৩৪৬৮৫৩৭৩) এবং ডা. মংসিংশৈ মারমা (০১৮৭৫৫৩০৭১২) নাম্বারে চিকিৎসকদের বিনামূল্যে পরামর্শ মিলবে।

বান্দরবানের বাসিন্দাদের সংকটসময় এই সময়ে বাসায় থেকে নিরাপদ থাকার পরামর্শ দিয়ে যেকোন প্রয়োজনে সংগঠনটির সভাপতি নুয়েল ( ০১৭৩২৯১২৪৫৬) এবং সাধারণ সম্পাদক নাজমুস সাকিব চৌধুরীর (০১৭৭৫১৯৮৭১২) কাছ থেকেও স্বাস্থ্যসেবা সংক্রান্ত প্রশ্ন করা যাবে।

 

মৈত্রী/ এএ

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *