১৫শ পরিবারকে বান্দরবান শহর আওয়ামী লীগের ‘উপহার’
ওমর ফারুক, নিজস্ব প্রতিবেদক, দৈনিক সচিত্র মৈত্রী
বান্দরবান: বাংলা নববর্ষের উপহার হিসাবে নিম্ন আয়ের ১৫শ পরিবারের কাছে উপহার পৌঁছে দিয়েছে বান্দরবান শহর আওয়ামী লীগ।
আজ (১৪এপ্রিল) সকালে বান্দরবান সদর উপজেলার ট্রাফিক মোড়স্থ বঙ্গবন্ধু মুক্তমঞ্চে শহর আওয়ামী লীগের ৯টি ওয়ার্ডের নেতৃবৃন্দের কাছে ১৫শ পরিবারের জন্য মানবিক উপহার হস্তান্তর করেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং, এম.পি।
তিনি বলেন, আমরা তিন পার্বত্য জেলায় দুর্যোগকালীন সময় মোকাবেলার জন্য দেড় কোটি টাকা হস্তান্তর করেছি। এছাড়াও জরুরী প্রয়োজনে অভাবী মানুষদের কাছে খাদ্য সামগ্রী পৌঁছে দিতে আমরা সর্বদা প্রস্তুত। যেকোন প্রয়োজনে বাংলাদেশ আওয়ামী লীগ সবসময় অগ্রণী ভূমিকা রাখতে প্রস্তুত।
৬নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি সালাউদ্দিন উপহার বিতরণের বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, আমরা ইতোপূর্বে ১ হাজার পরিবারের সদস্যের নাম জমা দিয়েছি। আজ খাদ্য সামগ্রী পাওয়ার সাথে সাথে যার যার উপহার তার কাছে পৌঁছে দিয়েছি। এমন আপদকালীন সময়ে কর্মী ও নিম্ন আয়ের মানুষের পাশে থাকায় তিনি শহর আওয়ামী লীগকে ধন্যবাদও জানান।
শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাসমুল ইসলাম জানান, খাদ্য সামগ্রী উপহার প্যাকেজের মধ্যে ১৫শ প্যাকেটে চাল, ডাল, তেল, আলু ও লবণ রয়েছে। পার্বত্য মন্ত্রী বীর বাহাদুর এমপি’র দিক নির্দেশনায় আমরা আমাদের এ কার্যক্রম পরিচালনা করেছি। ভবিষ্যতেও আমারা গরীব অসহায় ও নিম্ন আয়ের মানুষের পাশে থেকে তাদের জন্য সহযোগিতার হাত প্রসারিত রাখবো।
জেলার বঙ্গবন্ধু মুক্তমঞ্চে মানবিক উপহার হস্তান্তরের সময় বান্দরবানের অতিরিক্ত পুলিশ সুপার (এস.পি) মো. আলী হোসেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র মোহাম্মদ ইসলাম বেবী, আঞ্চলিক পরিষদের সদস্য কাজল কান্তি দাশ এবং শহর আওয়ামী লীগের সভাপতি অমল কান্তি দাশ উপস্থিত ছিলেন।
মৈত্রী/ এএ