অনন্য নজির স্থাপন করলেন কাউন্সিলর নেছার উদ্দীন আহমেদ
চট্টগ্রাম : অনন্য নজির স্থাপন করলেন সাতকানিয়া পৌরসভার ৭ নং ওয়ার্ডের কাউন্সিলর নেছার উদ্দীন আহমদে চৌধুরী। করোনা ভাইরাসের লক্ষণ নিয়ে মারা যাওয়া ব্যক্তিকে যখন কেউ গোসল, দাফন, কাফনের ব্যবস্থা না করে ফেলে চলে গেলো, ঠিক তখন নিজে স্বশরীরে এসে এলাকার তরুন যুবকদের সাথে নিয়ে এর সব ব্যবস্থা করেন তিনি এবং সরকারের খাদ্যবান্ধব কর্মসূচীর সফল বাস্তবায়ন করেছেন, এ পর্যন্ত সরকারের দেয়া ত্রাণ বিতরণে কোন প্রকার স্বজনপ্রীতির আশ্রয় না নিয়ে স্বচ্ছতা, জবাবদিহিতা ও নিরপেক্ষতা বজায় রেখে জনগণকে তাদের প্রাপ্য সাহায্য বিতরণ করেছেন।
করোনা দুর্যোগে যাতে ভালোভাবে সবাই জীবনযাপন করতে পারে সেজন্য ও এম এস, ভিজিএফ, ভিজিডি, রেশন কাড়ড, নগদ অর্থ বিতরণ সহ বিভিন্ন ভাবে সাহায্যে এগিয়ে এসেছেন, নিরলসভাবে রাত দিন কাজ করে যাচ্ছেন। টানা ২ বারের নির্বাচিত কাউন্সিলর হওয়ার পরেও কোন প্রকার দাম্ভিকতা, দুর্নীতিকে প্রশ্রয় না দিয়ে জনবান্ধন কর্মসূচী হাতে নিয়েছেন এবং তা বাস্তবায়ন করেছেন বলে জানা যায় এলাকাবাসীর সাথে যোগাযোগ করে।
এ বিষয়ে জনাব নেছার উদ্দীন আহমেদের সাথে যোগাযোগ করলে তিনি বলেন, জনগণের জন্য জীবনের শেষ পর্যন্ত কাজ করে যেতে চাই এরাই আমার পরিবার, আমার সবকিছু।
মৈত্রী/এফকেএ/এএ