ভূরুঙ্গামারীতে করোনা ভাইরাস ঠেকাতে ভ্রাম্যনান আদালতে জরিমানা

মো. আরিফুল ইসলাম, ভূরুঙ্গামারী প্রতিনিধি :

কুড়িগ্রাম : ২৪ আগষ্ট সন্ধ্যা ছয় টায় করোনা ভাইরাস সংক্রমণ ঠেকাতে ভূরুঙ্গামারী উপজেলার জামতলা মোড়ে এক্সিকিউটিভ মাজিস্ট্রেট (কুড়িগ্রাম আদালত) মো. আমিনুল ইসলাম বুলবুল ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছেন। এসময় তিনি পথচারীদের থেকে ৩০০ টাকা করে জরিমানা আদায় করেন এবং জনগণকে সচেতন হতে বলেন।

এ ছাড়াও ভুরুঙ্গামারী উপজেলা গেটে অবস্থিত উপজেলা কেন্টিন ও একটি হোটেলে অপরিস্কার ও বাশি খাবার রাখার অপরাধে ৪০০০ টাকা জরিমানা করা হয়। তিনি সামাজিক দূরুত্ব বজায় রেখে সাস্থ্য সম্মত খাবার পরিবেশন এবং মুখে মাস্ক ব্যবহার করার জন্য সদুপদেশ প্রদান করেন। এ সময় ভূরুঙ্গামারী উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম সহ স্থানীয় গণ্যমান্য ব্যাক্তিগণ উপস্থিত ছিলেন।

মৈত্রী/এফকেএ/এএ

শেয়ার করুন: