পাহাড়ে জ্বলবে আলো, বিদ্যুৎহীন থাকবেনা বান্দরবান : পার্বত্য মন্ত্রী

রশিদ আহামদ, নিজস্ব প্রতিবেদক :

বান্দরবান : দুর্গম বান্দরবানের সকল পাহাড়ি অঞ্চল কে বিদ্যুৎ এর আওতায় এনে প্রযুক্তি নির্ভর করার জন্য কাজ করে যাচ্ছে পার্বত্য মন্ত্রী বীর বাহাদুর।

১ সেপ্টেম্বর মঙ্গলবার সকালে বান্দরবানের সুয়ালক ইউনিয়ন পরিষদে স্থানীয়দের মাঝে সোলার বিতরনের সময় পার্বত্য মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি এ কথা বলেন।

বান্দরবান সহ পার্বত্য তিন জেলায় বিদ্যুৎহীন এলাকার জনসাধারণের সুবিধার্থে সরকার ২১৭ কোটি টাকা ব্যয়ে ৪২ হাজার পরিবারের মধ্যে সোলার বিতরনের উদ্যোগ নিয়েছে।

মন্ত্রী বলেন, ‘দ্রুত এ প্রকল্পের কাজ শুরু হবে এবং প্রকল্পের কাজ সম্পন্ন হলে পার্বত্য দুর্গম এলাকাগুলো বিদ্যুৎ সুবিধার আওতায় আসবে। এর আগে সরকার ৭৬ কোটি টাকা ব্যয়ে প্রায় ১০ হাজার পরিবারের মাঝে সোলার বিতরণ করেছে। পাহাড়ের দুর্গম এলাকাগুলো যেখানে এখনও বিদ্যুৎ সুবিধা যায়নি সেসব এলাকায় এখন সোলারের আলোতে আলোকিত হয়ে উঠেছে।

মন্ত্রী পরে সুয়ালক এলাকায় স্থানীয় সরকার বিভাগের অর্থায়নে প্রায় ৫ কোটি টাকা ব্যয়ে সুলতানপুর সড়কের উদ্বোধন ও ৩ কোটি ৮৬ লাখ টাকা ব্যয়ে রেইছা বাজার শেডের ভিত্তিপ্রস্তর প্রদান করেন।

অতিরিক্ত জেলা প্রশাসক শফিউল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার রেজা সরোয়ার, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. হাবিবুল হাসান, পার্বত্য আঞ্চলিক পরিষদের সদস্য কাজল কান্তি দাশ, স্থানীয় সরকার প্রকৌশল বিভাগের নির্বাহী প্রকৌশলী জিল্লুর রহমান, জেলা পরিষদের সদস্য লক্ষীপদ দাস, মোজাম্মেল হক বাহাদুর প্রমুখ।

অনুষ্ঠানে সকল অতিথিবৃন্দ আশাবাদী বান্দরবানকে উন্নয়নের জন্য সকলে মিলিত হয়ে একসাথে কাজ করলে পর্যটন নগরী বান্দরবান খুব দ্রুত বিশ্বের বুকে জনপ্রিয় হতে পারবে। এজন্য অতিথিবৃন্দ সকলের আন্তরিক সহযোগিতা কামনা করেন।

মৈত্রী/এফকেএ/এএ

শেয়ার করুন: