নাইক্ষ্যংছড়িতে ১০ হাজার পিস ইয়াবাসহ যুবলীগ নেতা আটক

আবদুর রশিদ, নাইক্ষ্যংছড়ি প্রতিনিধি :

বান্দারবান : নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুমের আমতলী এলাকায় ১০ হাজার পিস ইয়াবাসহ সাবেক ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি জিসানকে (২৮) আটক করেছে ৩৪ বিজিবি।

ইয়াবাসহ আটকের সত্যতা নিশ্চিত করেছেন ৩৪ বিজিবি অধিনায়ক আলী হায়দার আজাদ আহামেদ।
তিনি বলেন, সীমান্তের অনুপ্রবেশ,অবৈধ চোরাচালান প্রতিরোধ করা লক্ষে বিজিবি’র এই অভিযান অব্যহত থাকবে।

রবিবার ৬ সেপ্টেম্বর বিকাল সাড়ে ৫ টায় নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের আমতলী এলাকা থেকে ওই ছাত্রলীগ নেতাকে আটক করা হয়। পরে তার ব্যবহারিত মোটরসাইকেল তল্লাশি করে ১০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।

জানাযায়, আটককৃত জিসান উপজেলার ঘুমধুমের বেতবুনিয়া এলাকার এনামুল হকের ছেলে।

আটককৃত ইয়াবা ব্যবসায়ী জিসানুল হক বর্তমান ঘুমধুম ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতির দায়িত্ব পালন করে আসছেন।

তবে জিসানুল হক দীর্ঘদিন যাবত ইয়াবাসহ মায়ানমারেরর লোকজনের সাথে অবৈধ ব্যবসায় জড়িত বলে এলাকার লোকজনের সাথে কথা বলে জানাযায়।

এই ব্যাপারে সংশ্লিষ্ট মাদক আইনের মামলায় উদ্ধারকৃত মাদকসহ ধৃত মাদক ব্যবসায়ী জিসানুল হক থানায় সোর্পদ করা হয়েছে বলে বিজিবি সূত্র নিশ্চিত করেন।

মৈত্রী/এফকেএ/এএ

শেয়ার করুন: