লামায় ৫টি তক্ষক সহ ৩ পাচারকারী আটক
মো. নুরুল করিম আরমান, লামা প্রতিনিধি :
বান্দরবান : পাচারকালে বান্দরবানের লামা উপজেলা থেকে ৫টি তক্ষকসহ ৩ পাচারকারীকে আটক করেছে পুলিশ। সোমবার সকালে উপজেলার গজালিয়া ইউনিয়নের দুর্গম পাহাড়ি বাইশপাড়ী রাস্তার মাথা থেকে তাদেরকে আটক করা হয়। আটকরা হলো- গজালিয়া ইউনিয়নের মোহাম্মদ পাড়ার বাসিন্দা মৃত বিল্লালের ছেলে নুরুজ্জামান, ঝালকাঠি জেলার নলচিটির কামদেরপুরের বাসিন্দা মো. খালেক হাওলাদারের ছেলে মো. খাইরুল হাওলাদার ও আলী হাওলাদারের ছেলে আলকাছ হাওলাদার।
সূত্র জানায়, গজালিয়া ইউনিয়নের বিভিন্ন স্থান থেকে পাচারের জন্য তক্ষক সংগ্রহ করা হয়েছে এমন সংবাদের ভিত্তিতে থানা পুলিশের উপ-সহকারী পরিদর্শক রিন্টু দাশের নেতৃত্বে সঙ্গীয় সদস্যরা সোমবার সকাল ৯টার দিকে বাইশপাড়ী রাস্তার মাথায় অভিযান পরিচালনা করেন। এ সময় ৫টি তক্ষকসহ ৩ জনকে আটক করেন পুলিশ।
তক্ষক সহ ৩ জনকে আটকের সত্যতা নিশ্চিত করে লামা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মিজানুর রহমান বলেন, আটকদের বিরুদ্ধে বন্য প্রাণী সংরক্ষণ আইনে মামলা করা হয়েছে।
মৈত্রী/এফকেএ/এএ