লামায় উপজাতীয় মুসলিম কল্যাণ সংস্থার নির্বাচন অনুষ্ঠিত
মো. নুরুল করিম আরমান, লামা প্রতিনিধি
বান্দরবান : লামা উপজেলা উপজাতীয় মুসলিম কল্যাণ সংস্থার দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এতে চেয়ারম্যান পদে মো. রাশেদুল ইসলাম ত্রিপুরা ও নির্বাহী পরিচালক পদে মো. দিদারুল ইসলাম মার্মা নির্বাচিত হন। সংস্থার লাইনঝিরিস্থ কলেজ পাড়া কার্যালয়ে গত শনিবার অনুষ্ঠিত বার্ষিক সাধারণ সভায় উপস্থিত ১১০ সদস্যদের মধ্যে ১০০ সদস্যের হাত তোলা ভোটের মাধ্যমে এ নির্বাচন অনুষ্ঠিত হয়।
নব নির্বাচিত ৯ সদস্য বিশিষ্ট কমিটির অন্য পদেরা হলেন-ভাইস চেয়ারম্যান পাপিয়া সিদ্দিকা রুপনা দাশ, অর্থ পরিচালক হাবিবুর রহমান ত্রিপুরা, প্রকল্প পরিচালক জাহেদুল ইসলাম চাকমা, মহিলা বিষয়ক পরিচালক ইয়াছমিন সুলতানা লিলি মার্মা, আবদুর রকিব ত্রিপুরা, আবু বকর ত্রিপুরা ও নুর মোহাম্মদ মুরুং সদস্য।
নব নির্বাচিত চেয়ারম্যান মো. রাশেদুল ইসলাম ত্রিপুরার একান্ত প্রচেষ্টায় সংস্থাটি ১৯৯৬ সালে প্রতিষ্ঠা লাভ করে। সংস্থার দ্বি বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হওয়ার সত্যতা নিশ্চিত করে নব নির্বাচিত চেয়ারম্যান মো. রাশেদুল ইসলাম ত্রিপুরা বলেন, ২০০৪ সালে সংস্থাটি সমাজ সেবা অধিদপ্তর থেকে রেজিষ্ট্রেশন প্রাপ্তির পর একটি মসজিদ, একটি হাফেজ খানা ও এতিম খানাসহ নও মুসলিমদের আত্ম কর্মসংস্থান মুলক বিভিন্ন কর্মসূচী বাস্তবায়ন করা হয়। বর্তমানে অর্থিক সংকটের কারণে সংস্থার উদ্যোগে প্রতিষ্ঠিত প্রতিষ্ঠানগুলো অচলাবস্থার সৃষ্টি হয়েছে। তাই সমাজের বিত্তবানদ সহ সরকারী বেসরকারী সংস্থার সার্বিক সহযোগিতা কামনা করছি।
মৈত্রী/এফকেএ/এএ