বান্দরবানে ১২ই রবিউল উদযাপন উপলক্ষে সিরাত সেমিনার ও পুরস্কার বিতরণ
মোহাম্মদ আলী, বান্দরবান জেলা প্রতিনিধি :
বান্দরবান : পুর্ব মুসলিম পাড়া জামিয়াতুল কামালাত তা’লীমুল ইসলাম মাদ্রাসার উদ্যোগে ১২ই রবিউল উদযাপন উপলক্ষে হযরত রাসুলে কারিম (সা:) এর পূত পবিত্র জীবনী আলোচনা শীর্ষক এক সিরাত সেমিনার ও পুরুস্কার বিতরণী অনুষ্ঠান ৩১শে অক্টোবর মাদ্রাসার সভাকক্ষে অনুষ্ঠিত হয়।
বান্দরবান পুর্ব মুসলিম পাড়া জামিয়াতুল কামালাত তা’লীমুল ইসলাম মাদ্রাসার প্রতিষ্ঠাতা সভাপতি সেবক আলহাজ্ব কামাল হোসেন মেম্বার এর সভাপতিত্বে সিরাত সেমিনার ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান পার্তব্য জেলা পরিষদের সদস্য মোজাম্মেল হক বাহাদুর, উদ্বোধক হিসেবে ছিলেন মাসিক নীলাচল পত্রিকার সম্পাদক আলহাজ্ব ইসলাম কোম্পানি, বিশেষ অতিথি হিসেবে ছিলেন ১নং ওয়ার্ড কাউন্সিলর আবুল খায়ের আবু, ২নং ওয়ার্ড কাউন্সিলর আলহাজ্ব মোহাম্মদ আলী, বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব আবুল কাশেম সাওদাগর, বিশিষ্ট ব্যবসায়ী মাকসুদুল আলম,সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান জামাল উদ্দীন চৌধুরী, ২নং কুহালং ইউপি সদস্য আবুল কালাম, বালাঘাটা বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি আবু তাহের, বান্দরবান পুর্ব মুসলিম পাড়া জামিয়াতুল কামালাত তা’লীমুল ইসলাম মাদ্রাসার পরিচালক মাওলানা নাছির উদ্দীন,মাদ্রাসার কোষাধ্যক্ষ রাইটার শাহাজাহান, মাদ্রাসার সদস্য মো: আলী মিয়া, মাওলানা মোবাশির বিন আজহার, মাওলানা আহামেদ কবির,মো: মূসা, মো: আব্বাছ উদ্দীন, রিভারভিউ যুব কল্যাণ পরিষদের সভাপতি আবদুল সাত্তার প্রমুখ।
বক্তারা বলেন ১২রবিউল আউয়াল আমাদের প্রিয় নবী বিশ্ব নবী হযরত মুহাম্মদ (সা:) এই পৃতিবীতে মানবতার মুক্তিরদূত হিসেবে আগমন করেছিলেন, তিনি শান্তির ইসলামের দাওয়াত দিয়েছন, মানুষের ইমান আকিদা ঠিক রাখার প্রশিক্ষণ দিয়েছেন, মানুষকে অন্ধকার থেকে আলোর পথে পথ দেখিয়েছেন, আইয়ামে জাহেলিয়াতের যুগে যে খানে মানুষ কন্যা সন্তান কে জীবিত কবর দিতেন, সেই সময় নারী জাতিকে সম্মিত করেছেন।
আসুন আমরা রাসুল (সা:) আদর্শে আমাদের জীবন পরিচালিত করি তাহলে উভয় জগতে শান্তি পাবো ইনশাল্লাহ।
মৈত্রী/এফকেএ/এএ