বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে অন লাইন ভাইভা শুরু : স্বস্তিতে ৪র্থ ও ২য় বর্ষের শিক্ষার্থীরা
বেনজীর ইকবাল, রংপুর প্রতিনিধি :
রংপুর : বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পর থেকেই মার্কেটিং বিভাগের যাত্রা শুরু। সেশন জট বিহীন এ বিভাগ। খোঁজ নিয়ে জানা যায় মার্কেটিং বিভাগের প্রতিটি শিক্ষকদের একান্ত আন্তরিকতার কারণে এখন পর্যন্ত ১২ টি ব্যাচের মধ্যে ৮ টি ব্যাচ বিবিএ সম্পন্ন করেছে। কিন্তু করোনাকালীন ৪র্থ বর্ষ ২য় সেমিস্টারের শিক্ষার্থীরা একটু সেশনজটের আশঙ্কায় ছিল। কিন্তু ছাত্র-শিক্ষক এবং বিশ্ববিদ্যালয় প্রশাসনের একান্ত সমন্বয় ও সার্বিক সমর্থনে সব শঙ্কা উড়িয়ে দিয়ে অনলাইনে ইন্টার্নশীপ ভাইবার মধ্য দিয়ে বিবিএ সম্পন্ন করল মার্কেটিং ৮ম ব্যাচের শিক্ষার্থীরা। বহুল প্রতীক্ষীত বিবিএ সম্পন্ন করতে পেরে আবেগাপ্লুত উক্ত ব্যাচের শিক্ষার্থীরা। ইতিমধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যমে শিক্ষকদেরকে প্রশংসা ও বিশেষ কৃতজ্ঞতা জানিয়ে অনেকেই তাদের আবেগের প্রতিফলন ছড়িয়ে দিচ্ছেন।
এব্যাপারে মার্কেটিং বিভাগের সহযোগী অধ্যাপক শেখ মাজেদুল হকের সাথে কথা বলতে চাইলে তিনি বলেন, এটি একটি অনন্য উদ্যোগ যা বেরোবির জন্য উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকবে। মার্কেটিং বিভাগের প্রতিটি শিক্ষকদের একান্ত আন্তরিকতা ও আমাদের দায়বদ্ধতার জায়গা থেকে আমরা এটি সম্পন্ন করতে পেরেছি। এক্ষেত্রে আমি বিশেষ কৃতিত্ব দিব বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. নাজমুল আহসান কলিমউল্লাহ, বিএনসিসিও স্যারকে।
তিনি আরোও বলেন, বিশ্ববিদ্যালয়ের অন্যান্য বিভাগও চাইলে বিশ্ববিদ্যালয় প্রশাসনের অনুমতি সাপেক্ষে শিক্ষার্থীদের স্বার্থে এইরকম উদ্যোগ গ্রহণ করতে পারে। এর ফলে সেশনজট থেকে অন্যান্য বিভাগও কিছুটা মুক্তি পেতে পারে। এছাড়াও তিনি মার্কেটিং পরিবারের প্রতিটি সদস্যদের সার্বিক কল্যাণ ও সমৃদ্ধি কামনা করেন।
উল্লেখ্য অনলাইনে ইন্টার্নশীপ চূড়ান্ত ভাইবায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রফেসর একে শামছুদ্দৌহা, পরিচালক আইবিএ, রাজশাহী বিশ্ববিদ্যালয়।
মৈত্রী/এফকেএ/এএ