ভূরুঙ্গামারীতে মাথা গোঁজার ঠাঁই পেল দুই বিধবা

আসাদুজ্জামান খোকন, কুড়িগ্রাম প্রতিনিধি :

কুড়িগ্রাম : ভূরুঙ্গামারীতে “ভূরুঙ্গামারী ফাউন্ডেশন” নামের তরুণদের একটি স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই পেয়েছে দুই বিধবা। শুক্রবার ওই দুই বিধবাকে দশ হাত বিশিষ্ট একটি করে দু’টি টিন সেড ঘর হস্তান্তর করা হয়।

তিন সন্তানের জননী বিধবা শামসুন্নাহার বেগমের বাড়ি ছিল চর ভূরুঙ্গামারী ইউনিয়নের চর ইসলামপুর গ্রামে। দুই বছর আগে স্বামী মারা গেছে। তার সামান্য আয় দিয়ে চলে ৪ জনের সংসার। এবছর দুধকুমার নদের ভাঙনে নদী গর্ভে বিলিন হয়ে গেছে বসত বাড়ি। আশ্রয় নিয়েছেন ভাইয়ের বাড়িতে।

ভূরুঙ্গামারী সদর ইউনিয়নের বাগভান্ডার গ্রামের দুই সন্তানের জননী বিধবা মোছাঃ লুৎফা বেগম। মানসিক ভারসাম্যহীন নাতি ও তার এক ছেলেকে নিয়ে একটি জরাজীর্ণ ঘরে থাকেন। অন্যের বাড়িতে কাজ করে যা পান তাই দিয়ে কোনমতে চলে তার সংসার। অর্থের অভাবে ঘরটি মেরামত করতে পাচ্ছিলেন না ।

ভূরুঙ্গামারী ফাউন্ডেশনের সাংগঠনিক সম্পাদক হেদায়েতুল ইসলাম খান রোমান জানান, প্রাথমিক পর্যায়ে দশজন ঘর পাচ্ছেন। পর্যায়ক্রমে উপজেলার গৃহহীন পরিবারকে আরো ঘর দেয়া হবে। সংগঠনের সদস্যরা স্বপ্ন দেখে যাতে উপজেলার কেউ গৃহহীন না থাকেন। সমাজের বিত্তবানরা চাইলে এই মহতি উদ্যোগে সামিল হতে পারেন।

মৈত্রী/এফকেএ/এএ

শেয়ার করুন: