লামায় কিশোরী ধর্ষণের অভিযোগে মোটর সাইকেল চালক গ্রেফতার

মো. নুরুল করিম আরমান, লামা প্রতিনিধি

বান্দরবান : লামা উপজেলায় এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে মো. আলা উদ্দিন (৩৫) নামের এক ভাড়ায় চালিত মোটর সাইকেল চালককে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার ভোরে উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের দুর্গম পাহাড়ি ঘিলাতলী এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। আলা উদ্দিন ঘিলাতলী পাড়ার বাসিন্দা আবু ছালেহর ছেলে।

নির্যাতীত সূত্র জানায়, উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের বনপুর এলাকার নিজ বাড়ী থেকে গত সোমবার সকাল ১০টার দিকে প্রয়োজনীয় কাজে এক কিশোরী (১৭) কাছাকাছি কক্সবাজার জেলার চকরিয়া উপজেলায় যাওয়ার জন্য বাড়ি থেকে বের হয়। এ সময় মোটর সাইকেল চালক মো. আলাউদ্দিন কিশোরীকে চকরিয়া নিয়ে যাবে বলে তার মোটর সাইকেলে উঠতে বলেন। কথামত ওই কিশোরী মোটর সাইকেলে উঠলে চকরিয়া না নিয়ে কৌশলে নাছির রোডের নিতাবনিয়া এলাকার মর্তুজার রাবার বাগানে নিয়ে জোর পূর্বক ধর্ষণ করে আলা উদ্দিন। ঘটনার সময় কিশোরীর চিৎকারে বাগানের এক নারী শ্রমিক এগিয়ে গেলে আলা উদ্দিন পালিয়ে যায়। পরে কিশোরী তার স্বজনদের নিয়ে থানায় গিয়ে মঙ্গলবার সকালে আলা উদ্দিনের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন আইনে মামলা দায়ের করেন। মামলা নং ৩, তারিখ- ১২/০১/২১ইং।

ঘটনার সত্যতা নিশ্চিত করে লামা থানা পুলিশের অফিসার ইনচার্জ মোহাম্মদ মিজানুর রহমান বলেন, কিশোরী ধর্ষণের ঘটনায় মঙ্গলবার সকালে মামলা রুজুর পাশাপাশি অভিযুক্ত মোটর সাইকেল চালক মো. আলা উদ্দিনকে গ্রেফতার করা হয়েছে। নির্যাতীতা কিশোরীকে ডাক্তারী পরিক্ষার জন্য বান্দরবান সদর স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে।

মৈত্রী/এফকেএ/এএ

শেয়ার করুন: