লামা পৌর নির্বাচনে সেনাবাহিনী নিয়োগ; বিএনপি মেয়র প্রার্থীর সংবাদ সম্মেলন
মো. নুরুল করিম আরমান, লামা প্রতিনিধি
বান্দরবান : আসন্ন ১৬ জানুয়ারী অনুষ্ঠিতব্য বান্দরবানের লামা পৌরসভা নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত মেয়র প্রার্থী মো. শাহিন পৌরসভার ৩টি ভোট কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ দাবী করে স্পেশাল ম্যাজিষ্ট্রেট ও সেনাবাহিনী নিয়োগসহ বিতর্কিত ২৩ শিক্ষকে নির্বাচনী কাজে দায়িত্ব না দেওয়ার জন্য দাবী জানিয়েছেন।
মঙ্গলবার বিকালে নির্বাচনী কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব দাবী করেন তিনি। এ সময় বিএনপি’র একাংশের উপজেলা কমিটির যুগ্ম-সম্পাদক মো. আব্দুর রহিম, প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. সেলিম রেজা, যুব বিষয়ক সম্পাদক মো. সাফায়াত হোসেন রাসেল, উপজেলা ছাত্রদলের আহবায়ক মনিরুল ইসলাম তুহিন ও সদস্য সচিব আরাফাত বুলবুলসহ প্রমুখ উপস্থিত ছিলেন।
লিখিত বক্তব্যে বিএনপি মেয়র প্রার্থী মো. শাহিন বলেন, পৌরসভার ২ ও ৪ নং ওয়ার্ডের কাউন্সিলরগণ ইতিমধ্যে বিনা প্রতিদন্ধিতায় নির্বাচিত হয়ে যাওয়ায় এসকল ওয়ার্ডের ভোট কেন্দ্রে নির্বাচনের দিন নির্বাচিতরা আওয়ামী লীগ প্রর্থীর পক্ষে প্রভাব বিস্তার করতে পারেন। বিনা প্রতিদন্ধিতায় নির্বাচিত কাউন্সিলরগণ যাতে নির্বাচনের দিন ভোট কেন্দ্রে প্রভাব বিস্তার করতে না পারেন, সেজন্য রিটার্ণিং অফিসারের নিকট দাবী জানান তিনি। একই সাথে ২, ৪ ও ৬ নং ওয়ার্ডের ভোট কেন্দ্রকে ঝুকিপূর্ণ মনে করে এসকল কেন্দ্রে তিনি গোলযোগ সৃষ্টির আশংকা করছেন। তিনি ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতে স্পেশাল ম্যাজিষ্ট্রেট ও সেনাবাহিনী নিয়োগেরও দাবী জানান। এছাড়া স্কুল, কলেজ, মাদ্রাসার ২৩জন প্রধান ও সহকারী শিক্ষকের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ উত্থাপন করে তাদেরকে প্রিজাইডিং, সহকারি প্রিজাইডিং ও পোলিং অফিসার হিসেবে দায়িত্ব না দেওয়ার দাবী জানান।
এ বিষয়ে বান্দরবান জেলা নির্বাচন অফিসার ও লামা পৌরসভার সাধারণ নির্বাচন’২১ এর দায়িত্বরত রিটার্নিং অফিসার মো. রেজাউল করিম বলেন, মেয়র প্রার্থী মো. শাহিনের অভিযোগ পাইনি। সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন সম্পন্ন করতে আমরা কাজ করে যাচ্ছি। এজন্য সকলের সহযোগিতা চাই। কেউ আইন অমান্য করলে তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
মৈত্রী/এএ