আলীকদমে ভূমিহীন ও গৃহহীন ৫০ পরিবারকে জমি ও গৃহ প্রদান

দীপু তঞ্চঙ্গ্যা, আলীকদম (বান্দরবান) প্রতিনিধি।।

বান্দরবান : পার্বত্য জেলার আলীকদম উপজেলায় মুজিববর্ষ উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক ভূমিহীন ও গৃহহীন ৫০ পরিবারকে জমি ও গৃহ প্রদান অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার সকাল দশটায় দেশব্যাপি একযোগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভার্চুয়াল মাধ্যমে এ অনুষ্ঠান সম্পন্ন করেন। প্রধানমন্ত্রীর পক্ষে আলীকদমে এসব গৃহ প্রদান করেন আলীকদম উপজেলা প্রশাসন। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলীকদম উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কালাম।

আলীকদম উপজেলা রিসোর্স সেন্টারের সহকারী প্রশিক্ষক মোঃ আলমগীর এর সঞ্চালনায় অনুষ্ঠিত গৃহ প্রদান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আলীকদম উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) মোঃ মাজহারুল ইসলাম চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলীকদম উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান শিরিনা আক্তার, ভাইস চেয়ারম্যান কফিল উদ্দিন বিএসসি, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা, ডাঃ মাহতাব উদ্দিন চৌধুরী, আলীকদম থানার অফিসার ইনচার্জ কাজী রকিব উদ্দিন, আলীকদম উপজেলা আওয়ামীলীগের সভাপতি মংব্রাচিং মার্মা, স্থানীয় গন্যমান্য ব্যক্তিবগ ও প্রকল্পের উপকারভূগীরা।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, আলীকদম উপজেলা সর্বমোট ২৯০ পরিবারকে ভূমিহীন ও গৃহহীন হিসেবে জমিসহ বাড়ি প্রদানের জন্য চিহ্নিত করা হয়েছে। তার মধ্যে প্রথম দফায় ৫০ পরিবারকে গৃহ হস্তান্তর করা হয়েছে। অবশিষ্ঠ কাজ প্রক্রিয়াধীন আছে। এসময় উপস্থিত অতিথিরা বর্তমান সরকারের দেশব্যপী উন্নয়ন কার্যক্রমের কথা উল্লেখ করে বলেন উন্নত বিশে^র সাথে তাল মিলিয়ে দেশ দুর্বার গতীতে এগিয়ে চলছে। দেশের পতিটি সেক্টরে উন্নয়নের ছোঁয়া লেগেছে। বর্তমানে বাংলাদেশ মধ্যম আয়ের দেশ হওয়ার সুখ্যাতি অর্জন করছে। মাতাপিছু আয় ও ক্রয়ক্ষমতা বেড়েছে। সুতরাং দেশের এই অগ্রযাত্রা যাতে কোন অবস্থায় ব্যহত না হয় সেদিকে সবার লক্ষ্য রাখতে হবে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার স্বরুপ এ ভূমি ও গৃহ পেয়ে উপকারভোগীরা আনন্দ ভরা মনে প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জ্ঞাপন করেন।

মৈত্রী/এফকেএ/এএ

শেয়ার করুন: