বান্দরবান পৌরসভা নির্বাচনে প্রতীক বরাদ্দ; প্রচার-প্রচারণা শুরু
ওমর ফারুক, বান্দরবান প্রতিনিধি:
বান্দরবান : পৌরসভা নির্বাচনে ৪১ প্রার্থীর মাঝে প্রতীক বরাদ্দ দেয়া হয়েছে। আজ বুধবার আসন্ন বান্দরবান পৌরসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী ৫মেয়র ও ৩৬কাউন্সিলরের মাঝে প্রতীক বরাদ্দ দেন জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসার। প্রতীক বরাদ্দের পর প্রচার-প্রচারণায় নেমে পড়েছেন প্রার্থীরা। মেয়র, কাউন্সিলর প্রার্থীদের মাইকিং এবং পোষ্টার, লিফলেটে বিতরণে মাঠে নেমেছে কর্মী-সমর্থকরা। সরগরম হয়ে উঠেছে নির্বাচনী এলাকা।
নির্বাচন অফিসের তথ্যমতে, আগামী ১৪ ফেব্রুয়ারী বান্দরবান পৌরসভা নির্বাচনে মেয়র পদে লড়ছেন আওয়ামীলীগ, বিএনপি’সহ ৫ জন প্রার্থী। এরা হলেন- নৌকা প্রতীকে আওয়ামীলীগের মনোনীত প্রার্থী বর্তমান মেয়র ও জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো: ইসলাম বেবী, ধানের শীষ প্রতীকের প্রার্থী জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র মো: জাবেদ রেজা, লাঙ্গল প্রতীকের প্রার্থী জাতীয় পার্টি মনোনীত মো: শাহজাহান, নারিকেল গাছ প্রতীকে স্বতন্ত্র প্রার্থী পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ সমর্থিত নাছিরুল আলম, মোবাইল ফোন প্রতীকে স্বতন্ত্র প্রার্থী বিধান লালা।
অপরদিকে পৌরসভার ৯টি সাধারণ ওয়ার্ডে লড়ছেন ২৯ জন পুরুষ প্রার্থী। এরা হচ্ছেন- ১নং ওয়ার্ডে আওয়ামীলীগ সমর্থিত আবুল খায়ের (উটপাখী), বিএনপি সমর্থিত মো: নাছির উদ্দিন (পাঞ্জাবী), আবুল কাশেম (টেবিল ল্যাম্প), ২নং ওয়ার্ডে চারদলীয় ঐক্যজোট সমর্থিত মোহাম্মদ আলী (টেবিল ল্যাম্প), আওয়ামীলীগ সমর্থিত আবু তাহের (পাঞ্জাবী), মো: রিয়াজ উদ্দিন (উটপাখী), ৩নং ওয়ার্ডে আওয়ামীলীগ সমর্থিত অজিত কান্তি দাস (উটপাখী), আওয়ামীলীগ বিদ্রোহী মো: মহরম আলী (পাঞ্জাবী), ৪নং ওয়ার্ডে বিএনপির চারদলীয় ঐক্যজোট সমর্থিত আজাহারুল ইসলাম (উটপাখী), আওয়ামীলীগ সমর্থিত মো: ওমর ফারুক (ডালিম), আওয়ামীলীগ বিদ্রোহী শিমুল দাস (পাঞ্জাবী), মো: সোলাইমান (টেবিল ল্যাম্প), বাবলা বৈদ্য (ব্রীজ), ৫নং ওয়ার্ডে আওয়ামীলীগ সমর্থিত মংমংসিং (ব্লাক বোর্ড), বিএনপি সমর্থিত থুই চিং প্রু লুবু (উটপাখী), ৬নং ওয়ার্ডে আওয়ামীলীগ সমর্থিত সৌরভ দাস শেখর (উটপাখী), বিএনপি সমর্থিত মোহাম্মদ সোহেল (পাঞ্জাবী), জামায়াত সমর্থিত মুহাম্মদ রেজাউল করীম (টেবিল ল্যাম্প), ৭নং ওয়ার্ডে আওয়ামীলীগ সমর্থিত মো: হারুন সরদার (উটপাখী), বিএনপি সমর্থিত মো: শামীম হোসেন (ডালিম), আওয়ামীলীগ বিদ্রোহী হারুন গাজী (টেবিল ল্যাম্প), পার্বত্য নাগরিক পরিষদ সমর্থিত শামসুল হক সামু (ব্রীজ), বিদ্রোহী মোহাম্মদ জলিল (পাঞ্জাবী), ৮নং ওয়ার্ডে আওয়ামীলীগ সমর্থিত হাবিবুর রহমান খোকন (টেবিল ল্যাম্প), পার্বত্য নাগরিক পরিষদ সমর্থিত কামরুল হাসান বাচ্চু (উটপাখী), আওয়ামীলীগ বিদ্রোহী শেখ সাহাদাৎ (পাঞ্জাবী), ৯নং ওয়ার্ডে বিএনপি সমর্থিত জহির উদ্দিন (উটপাখী), আওয়ামীলীগ সমর্থিত মো: সেলিম (পাঞ্জাবী), মো: আব্দুর রাজ্জাক (ব্রীজ)।
অপরদিকে সংরক্ষিত আসনে ১.২.৩ আওয়ামীলীগ সমর্থিত দিপিকা রানী তঞ্চঙ্গা (আনারস), চারদলীয় ঐক্যজোট সমর্থিত খুরশিদা আকতার (চশমা), ৪.৫.৬ আওয়ামীলীগ সমর্থিত এমেচিং (চশমা), আওয়ামীলীগ বিদ্রোহী সালেহা বেগম (আনারস), ৭.৮.৯ আওয়ামীলীগ সমর্থিত শাহানারা আকতার (চশমা), পার্বত্য নাগরিক পরিষদ সমর্থিত রহিমা বেগম (আনারস), বিএনপি সমর্থিত গীতারানী দে গুরাটুনি (জবা ফুল)।
রিটার্নিং অফিসার ও জেলা নির্বাচন কর্মকর্তা রেজাউল করিম জানান, বান্দরবান পৌরসভা নির্বাচনে মেয়র পদে ৫জন, সাধারণ ওয়ার্ডে ২৯ জন এবং সংরক্ষিত আসনে ৭জন নারী প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ দেয়া হয়েছে। প্রতীক বরাদ্দের মাধ্যমে প্রার্থীদের আনুষ্ঠানিক প্রচার-প্রচারণাও শুরু হয়েছে। নির্বাচন কমিশনের তফসিল অনুযায়ী আগামী ১৪ ফেব্রুয়ারী বান্দরবান পৌরসভার নির্বাচনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।
মৈত্রী/এফকেএ/এএ