ভূরুঙ্গামারীতে ইট বোঝাই ট্রলির চাপায় শিশুর মৃত্যু

ভূরুঙ্গামারী, প্রতিনিধি

কুড়িগ্রাম : ভূরুঙ্গামারীতে ডিজেল ইঞ্জিন চালিত তিন চাক্কার ট্রলি(থ্রি হুইলার) চাপা পড়ে সাড়ে পাঁচ বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। মর্মান্তিক এই দূর্ঘটনাটি ঘটেছে উপজেলার বলদিয়া ইউনিয়নের ছনবান্দা গ্রামে। মৃত ওই শিশুর নাম মোশাররফ হোসেন। সে ওই গ্রামের ছাইদুল ইসলামের পুত্র। এঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

পরিবার ও স্থানীয়দের সূত্রে জানা জায়, বুধবার (২০ জুলাই) সকাল সাড়ে নয়টার দিকে বাড়ির পাশের রাস্তায় শিশুটি খেলতে ছিলো। এমন সময় ইট বোঝাই একটি ডিজেল ইঞ্জিন চালিত তিন চাক্কার ট্রলি(থ্রি হুইলার) শিশুটিকে অতিক্রম করার সময় সে ট্রলির পিছনের ডালা ধরে খেলারছলে ঝুলতে থাকে। কিছু দূর যাওয়ায় পর রাস্তার মাঝখানে একটি কালভার্ট ভেঙ্গে ট্রলিটি খাদে পরে যায় এতে ট্রলির নীচে চাপা পড়ে শিশুটি। ইট বোঝাই গাড়ির চাপায় শিশুটির নারী-ভূরি বেরিয়ে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।

বলদিয়া ইউনিয়নের চেয়ারম্যান মোঃ মোজাম্মেল হক বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।

কচাকাটা থানার অফিসার ইনচার্জ জাহিদুল ইসলাম ঘটনার সত‍্যতা নিশ্চিত করে বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

মৈত্রী/এফকেএ/এএ

শেয়ার করুন: