পরিত্যক্ত পলিথিন থেকে উৎপাদন হচ্ছে জ্বালানী

আবু মুসা, ভূরুঙ্গামারী প্রতিনিধি :

কুড়িগ্রাম : ভূরুঙ্গামারীতে পরিত্যক্ত প্লাস্টিক, পলিথিন দিয়ে ডিজেল, পেট্রোল এবং অকটেন তৈরী করে তাক লাগিয়ে দিলেন পারভেজ মোশাররফ (২১) নামের এক যুবক।

পরিবেশের জন্য অন্যতম একটি ক্ষতিকর পদার্থ পলিথিন। কিন্তু পলিথিন এখন আর ক্ষতিকর নয় সেটাই প্রমান করে দিলেন এই তরুণ মেধাবী। উদ্ভাবনী প্রক্রিয়ায় জ্বালানী তৈরীতে ব্যবহার করেছেন টিনের তৈরী ড্রাম, কয়েকটি বোতল, প্লাস্টিকের বয়াম এবং কাঠ খড়ি। এসব উপকরণ দিয়ে নিজেই তৈরী করেছেন একটি রিফাইনারী মেশিন। এই প্রযুক্তিতে ড্রামের ভেতর পলিথিন রেখে তা আগুনের তাপে গলিয়ে বাস্পের মাধ্যমে ডিজেল, পেট্রোল, অকটেন উৎপাদন করছেন তিনি।

তার উৎপাদিত ডিজেল ৮০ টাকা, পেট্রোল ১০০ টাকা এবং অকটেন ১২০ টাকায় বিক্রি হচ্ছে স্থানীয় বাজারে।

এই সম্পর্কে জানতে চাইলে পারভেজ বলেন, দেশের জ্বালানী শংকটময় মূহুর্তে আমার এই উদ্ভাবনী প্রক্রিয়াকে সবাই ভালো ভাবে দেখছে। দামে কম এবং মানে ভালো হওয়ায় বিক্রির চাহিদাও বাড়ছে। সরকারী অথবা বেসরকারী কোনো সহযোগিতা পেলে বাণিজ্যিকভাবে এগিয়ে যাবেন বলে জানান তিনি।

মইদাম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মজিদ(৫০) বলেন, পারভেজের এই সৃজনশীল মেধাকে আমরা সাধুবাদ জানাই। তার এই উদ্ভাবনে একদিনে বর্জ্য পলিথিন রিসাইকল হয়ে সম্পদে পরিণত হচ্ছে, অপরদিকে পরিবেশের ভারসাম্য বজায় থাকছে বলে জানান তিনি। স্থানীয় বেলাল বলেন, অপেক্ষাকৃত কম দামে পেট্রোল, ডিজেল, অকটেন কিনে আমরা এলাকাবাসীরা স্বাচ্ছন্দ্যে ব্যবহার করছি।

মৈত্রী/এফকেএ/এএ

শেয়ার করুন: