লামায় তহ্জিংডং এর প্রাথমিক বিদ্যালয় বালক-বালিকা দলের ফুটবল টুর্ণামেন্ট
মো. নুরুল করিম আরমান, লামা প্রতিনিধি
বান্দরবান : ‘শান্তির জন্য ক্রীড়া’-এ শ্লোগানকে প্রতিপাদ্য করে বান্দরবান জেলার লামা উপজেলায় ইউনিয়ন পর্যায়ে প্রাথমিক বিদ্যালয় বালক-বালিকাদের মধ্যে ফুটবল টুর্ণামেন্টর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
বেসরকারী সংস্থা তহ্জিংডং এর সিএইটিডাব্লিউসিএ প্রকল্পের আওতায় শনিবার ইয়াংছা উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত ফাইনাল খেলায় ঠান্ডারঝিরি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের বালক দলকে হারিয়ে অংহ্লারী পাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় বালক দল চ্যাম্পিয়ান এবং অংহ্ণারিপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের বালিকা দলকে হারিয়ে ইয়াংছা বড়পাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের বালিকা দল চ্যাম্পিয়ান হয়।
বিদ্যালয় পরিচালনা কমিটিরি সভাপতি জাহানারা আরজুর সভাপতিত্বে ফাইনাল খেলার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে ফাাঁসিয়াখালী ইউনিয়ন পরিষদ সদস্য আনাই মার্মা সুমী, প্রধান শিক্ষক এথোয়াই মার্মা, সাজেদা বেগম, নাজিম উদ্দিন ও মংঞোচিং মার্মা, নারী নেত্রী রোকেয়া বেগম কাজল, প্রকল্পের মনিটরিং অফিসার উষাংশু চাকমা ও উপজেলা কমিউনিটি ফ্যাসিলেটেটর মোহাম্মদ ইব্রাহীম, বানী প্রকল্পের মাঠ সহায়ক বাবু মং মার্মা প্রমুখ অতিথি ছিলেন। তহ্জিংডং এর লামা ফোকাল পার্সন ত¤œয় চাকমা এ খেলার উদ্বোধন করেন।
মৈত্রী/এফকেএ/এএ