গছিডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত

কুড়িগ্রাম প্রতিনিধি :

কুড়িগ্রাম : ভূরুঙ্গামারীতে ২১ ফেব্রুয়ারী আন্তর্জাতিক মাতৃভাষা ও শহিদ দিবস-২০২৩ উপলক্ষে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা,পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২২ ফেব্রুয়ারী) গছিডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সকাল ১০ টায় জাতীয় সঙ্গীতের মাধ্যমে পতাকা উত্তোলন ও বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে উদ্বোধনী উৎসব শুরু হয়। দিনের অপরাহ্নে ক্রীড়া প্রতিযোগিতা, পূর্বাহ্নে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠিত হয়।

সভাপতিত্ব করেন এসএমসি সভাপতি হারুনুর রশিদ সরকার, উপস্থিত ছিলেন উপজেলা সহকারী শিক্ষা অফিসার মোঃ জাকির হোসেন, ভূরুঙ্গামারী সরকারি কলেজের সাবেক ভিপি ও ম্যাক্রো গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ফজলুল হক, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ এরশাদ হোসেন,ভূরুঙ্গামারী উপজেলা শিল্পকলা একাডেমির সঙ্গীত শিল্পী আব্দুল মালেক সরকার ,সংস্কৃতিমনা ব্যক্তিত্ব আব্দুল হামিদ, কবি ও সাংবাদিক আসাদুজ্জামান খোকন ।

এসময় ম্যাক্রো গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ফজলুল হক তাঁর ম্যাক্রো গ্রুপের বিভিন্ন উপহার সামগ্রী অত্র বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষিকা সহ অনুষ্ঠানের অতিথি বৃন্দের হাতে তুলে দেন। এছাড়াও ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

মৈত্রী/এফকেএ/এএ

শেয়ার করুন: