বান্দরবানে পাহাড়ের ভূমিহীনরা পাচ্ছেন ৪৩০টি ঘর

রশিদ আহমদ, বান্দরবান প্রতিনিধি :

বান্দরবান : ভূমিহীন ও গৃহীনদের মাঝে ৩য় ও ৪র্থ পর্যায়ে গৃহ হস্তান্তর কার্যক্রম উপলক্ষে সংবাদ সম্মেলন করা হয়েছে। আজ ২০ মার্চ সোমবার দুপুরে বান্দরবান জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলা প্রশাসনের আয়োজনে ভূমিহীনদের গৃহ ও ভূমি হস্তান্তর উপলক্ষে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

মুজিববর্ষ উপলক্ষ্যে আগামী- ২২ মার্চ বুধবার সকাল- ১০ টায় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে ভিডিও কনফারেন্স এর মাধ্যমে ৩য় পর্যায়ের অবশিষ্ট ও ৪র্থ পর্যায় হতে সারাদেশে ৩৯,৩৬৫ টি ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমি ও গৃহ প্রদান কার্যক্রম এর শুভ উদ্বোধন ঘোষণা করবেন।

এ উদ্বোধনের মাঠ পর্যায়ের অংশ হিসেবে আগামী ২২ মার্চ বুধবার বান্দরবান পার্বত্য জেলার ০৭টি উপজেলা এই ঘর প্রদান করা হবে। তারমধ্যে বান্দরবান সদর উপজেলায়- ৪৫ টি, লামা উপজেলায়- ৪০ টি, আলীকদম উপজেলায়- ০৭ টি, নাইক্ষ্যংছড়ি উপজেলায়- ৫০ টি, রুমা উপজেলায়- ১১৬ টি, রোয়াংছড়ি উপজেলায়- ১২০ টি এবং থানচি উপজেলায়- ৫২ টি মোট- ৪৩০টি ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমি ও গৃহ হস্তান্তর করা হবে। তৎমধ্যে- ১২৩ টি সেমি পাকা ঘর ও ৩০৭ টি মাচাং ঘর ।

উপলক্ষে আজ সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ইয়াছমিন পারভিন তিবরীজি, অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম সহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ অনেকে।

মৈত্রী/এফকেএ/এএ

শেয়ার করুন: