ভারতের ল্যান্ড কাস্টমস স্টেশনে বিজিবি ও বিএসএফ’র সৌজন্য সভা অনুষ্ঠিত

ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি :

কুড়িগ্রাম : ভূরুঙ্গামারীতে ১৮ জুলাই (রবিবার) সকালে রিজিয়ন কমান্ডার রংপুর রিজিয়ন এবং আইজি, বিএসএফ গৌহাটি ফ্রন্টিয়ারের মধ্যে সৌজন্য সভা অনুষ্ঠিত হয়।

সৌজন্য সভাটি রংপুর সেক্টরের আওতাধীন কুড়িগ্রাম ব্যাটালিয়ন (২২ বিজিবি) এর অধীনস্থ সোনাহাট বিওপির বিপরীতে (ভারতের অভ্যন্তরে) ল্যান্ড কাস্টমস স্টেশন, সোনারহাটে অনুষ্ঠিত হয়।

উক্ত বৈঠকে ২০ সদস্যের বিজিবি প্রতিনিধি দলের নেতৃত্ব দেন রংপুর রিজিয়ন রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ মোরশেদ আলম এবং অপরপক্ষে বিএসএফ ২২ সদস্যের নেতৃত্ব দেন বিএসএফ গোহাটি ফ্রন্টিয়ার, আইজি, আইপিএস, শ্রী ডিনেশ কুমার যাদব।

উক্ত সৌজন্য সভায় বিজিবি প্রতিনিধি দলের সদস্য হিসেবে অংশগ্রহণ করেন রংপুর সেক্টরের সেক্টর কমান্ডার, পরিচালক অপারেশন, নোডাল অফিসার, রংপুর রিজিয়ন, অধিনায়ক কুড়িগ্রাম ব্যাটালিয়ন (২২ বিজিবি), অধিনায়ক তিস্তা ব্যাটেলিয়ন-২ (৬১ বিজিবি), গ্রুপ কমান্ডার, রংপুর ফিল্ড ইন্টেলিজেন্ট ব্যুরো, লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি) ভারপ্রাপ্ত অধিনায়ক, রংপুর সেক্টরের অতিরিক্ত পরিচালক (অপারেশন), কুড়িগ্রাম ব্যাটালিয়ন (২২ বিজিবি) সহকারি পরিচালক ও কোম্পানি কমান্ডার।

অপরপক্ষে বিএসএফ প্রতিনিধি দলের সদস্য হিসেবে অংশগ্রহণ করেন ডিআইজি (বিএসএফ সেক্টর কমান্ডার) ডিআইজি (নোডাল অফিসার), ব্যটালিয়ন কমান্ড্যান্ট, স্টাফ অফিসার এবং কম্পানি কমান্ডার।

উক্ত সভাটি সাড়ে ১০টার সময় শুরু হয়ে সাড়ে ৩টার সময় শেষ হয়।উক্ত সভায় সীমান্ত সংক্রান্ত দ্বিপাক্ষিক স্বার্থ সংশ্লিষ্ট বিবিধ বিষয়াদি নিয়ে অত্যন্ত ফলপ্রসূ আলোচনা হয়। দুই পক্ষই বাংলাদেশ-ভারত সীমান্ত চুক্তির আলোকে আলাপ-আলোচনার মাধ্যমে উদ্ভুত যে কোন সমস্যা দ্রুততম সময়ের মধ্যে সংশ্লিষ্ট সেক্টর/ব্যাটালিয়ন/কোম্পানী/বিওপি কমান্ডার পর্যায়ে যোগাযোগ/পতাকা বৈঠকের মাধ্যমে শান্তিপূর্ণভাবে সমাধানে একমত হন এবং অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে উক্ত সৌজন্য সভা সমাপ্ত হয়।

বিষয়টি প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বর্ডার গার্ড বাংলাদেশ, উত্তর পশ্চিম রিজিয়ন, রংপুর নিশ্চিত করেন।

মৈত্রী/এফকেএ/এএ

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *