আগামী মঙ্গলবার বিজয়ীর হাতে নগদের বিএমডব্লিউ তুলে দেবেন তামিম
বিজ্ঞান ও প্রযুক্তি প্রতিবেদক :
ঢাকা : অবশেষে পর্দা নামতে যাচ্ছে বাংলাদেশের ইতিহাসের বৃহত্তম মোবাইল পেমেন্ট ক্যাম্পেইনের। আগামী মঙ্গলবার (১৮ জুলাই) আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে নগদরে মেগা ক্যাম্পেইনের বিজয়ীকে কোটি টাকার বিএমডব্লিউ গাড়ি বুঝিয়ে দেবে নগদ লিমিটেড। নগদের ব্র্যান্ড অ্যাম্বাসেডর তারকা ক্রিকেটার তামিম ইকবাল অনুষ্ঠানে উপস্থিত থেকে বিজয়ীর হাতে বিএমডব্লিউ গাড়ির চাবি হস্তান্তর করবেন।
ঢাকার একটি পাঁচ তারকা হোটেলে এই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বাংলাদেশ সরকারের ডাক ও টেলিযোগাযোগ বিভাগের মাননীয় মন্ত্রী মোস্তাফা জব্বার এবং নগদ-এর প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক তানভীর এ মিশুক। এ ছাড়া নানা অঙ্গনের তারকারা উপস্থিত থেকে আলোকিত করবেন এই অনুষ্ঠান।
গত মার্চে শুরু হয়ে ৩০ জুন ২০২৩ পর্যন্ত চালু ছিল নগদের বিএমডব্লিউ ক্যাম্পেইনটি। গ্রাহকদের ভালোবাসা এবং স্বতঃস্ফূর্ত সাড়ায় এই সময়ে দেশের সেরা পেমেন্ট ক্যাম্পেইন হিসেবে স্বীকৃতি পেয়েছে মেগা ক্যাম্পেইনটি। এ সময়ে নগদের মাধ্যমে মোবাইল রিচার্জ ও পেমেন্ট চলে গেছে অন্য এক উচ্চতায়। ফলে দেশে ডিজিটাল পেমেন্টের এক নতুন ধারার সূচনা হয়েছে।
ক্যাম্পেইনটির শেষ পর্যায়ে এসে ক্যাম্পেইনে অংশগ্রহণকারী কোটি কোটি গ্রাহকের মধ্য থেকে কয়েক ধাপে বিভিন্ন প্রক্রিয়ায় বিএমডব্লিউ বিজয়ের সম্ভাব্য তালিকায় ৭১ জনকে নির্বাচন করা হয়। পরে এই ৭১ জনের মধ্যে পছন্দের গ্রাহককে ভোট দেওয়ার জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানানো হয়। এই ৭১ জনের মধ্য থেকে সারা দেশের মানুষের ভোটে যিনি বিজয়ী হবেন, তার হাতেই তুলে দেওয়া হবে কোটি টাকার এই বিএমডব্লিউ গাড়ি।
৭১ জনের সম্ভাব্য বিজয়ীর তালিকা নির্ধারণে ‘কে জিতবে বিএমডব্লিউ’ শিরোনামে একটি ধারাবাহিক অনুষ্ঠানের আয়োজন করে নগদ। জাতীয় দলের তারকা ক্রিকেটার, বিনোদন জগতের তারকা থেকে শুরু করে সামাজিক যোগাযোগমাধ্যমের ইনফ্লুয়েন্সাররা এই অনুষ্ঠানে অংশ নেন। প্রতিটি অনুষ্ঠানেই নানান আয়োজনে বাংলা এআই-এর সহযোগিতায় সম্ভাব্য বিজয়ীদের তালিকা সংক্ষিপ্ত করা হয়। অনুষ্ঠানিটি বিভিন্ন গণমাধ্যমে প্রচারিত হয়েছে।
‘কে জিতবে বিএমডব্লিউ’ অনুষ্ঠানের চূড়ান্ত পর্বে অংশ নেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অন্যতম সেরা খেলোয়াড় মুশফিকুর রহিম। আয়োজনের একেবারে শেষ পর্যায়ে একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে মুশফিকুর রহিমের অর্ধশকতের ওপর ভিত্তি করে ৪৪ জনকে বেছে নেয় বাংলা এআই। পরে মুশফিকের পরামর্শে একইভাবে বাংলা এআই ব্যবহার করে বাকি জেলাগুলো থেকেও একজন করে সম্ভাব্য বিজয়ীর তালিকায় অন্তর্ভূক্ত করা হয়। এই ৭১ জনের মধ্য থেকেই একজনের কাছে যাচ্ছে কাঙ্ক্ষিত বিএমডব্লিউ গাড়িটি।
এ প্রসঙ্গে নগদ-এর চিফ মার্কেটিং অফিসার সাদাত আদনান আহমেদ বলেন, ‘আমাদের জানা মতে বাংলাদেশে এতো বড় পুরস্কারের ক্যাম্পেইন এর আগে কখনো হয়নি। গ্রাহকদের কাছ থেকে অবিশ্বাস্য সাড়া পেয়ে আমরা ধন্য হয়েছি। যেহেতু ক্যাম্পেইনটির সঙ্গে কোটি কোটি মানুষ জড়িয়ে গেছেন, সে কারণে বিজয়ী নির্বাচনের জন্য আমরা নিজেরা সিদ্ধান্ত না নিয়ে দেশের মানুষের হাতেই তা ছেড়ে দিয়েছি। যে সৌভাগ্যবান এই পুরস্কার পাবেন, তার জন্য আমদের অগ্রিম অভিবাদন। আর যারা অনেকদূর এসেও জিততে পারলেন না, তাদের প্রতি আমাদের শুভেচ্ছা।’
নগদের মেগা ক্যাম্পেইনটিতে একাধিক সেডান গাড়ি, পাঁচ শতাধিক মোটরসাইকেল ও রেফ্রিজারেটর, স্মার্ট টেলিভিশন, স্মার্ট মোবাইল, স্মার্টওয়াচ ও হেডফোনসহ পাঁচ হাজারের বেশি পণ্য বিজয়ীদের হস্তান্তর করা হয়েছে। এরমধ্যে বাংলাদেশ জাতীয় ক্রিকেটার তামিম ইকবালসহ আরো অনেক তারকা নগদের হয়ে পুরস্কারগুলো বিতরণ করেন। দেশের অনেক জায়গায় বিজয়ীর বাড়িতে গিয়েও পুরস্কার হস্তান্তর করেছে নগদ।
মৈত্রী/এফকেএ/এএ