পার্বত্যবাংলাদেশশীর্ষ খবর

পার্বত্য চট্টগ্রামে শান্তি প্রতিষ্ঠায় আন্তরিক সরকার – পররাষ্ট্র উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক, দৈ.স.মৈ: পররাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা মো. তৌহিদ হোসেন বলেছেন, সরকার পার্বত্য চট্টগ্রামে শান্তি প্রতিষ্ঠায় আন্তরিকভাবে কাজ করছে। পার্বত্য শান্তি চুক্তি বাস্তবায়নে সময় লাগবে। এটি হঠাৎ করে সম্ভব নয় — আমরা যেমন তা স্বীকার করি,তেমনি আপনারাও নিশ্চয়ই বুঝতে পারেন। তবে সরকার পূর্ণাঙ্গ শান্তি ও অর্থনৈতিক অগ্রগতির জন্য আন্তরিকভাবে কাজ করছে।

২০ জুলাই রবিবার বান্দরবান পার্বত্য জেলা পরিষদের আয়োজনে এক অনুদান বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে তিনি আরো বলেন,বান্দরবানের প্রাকৃতিক পরিবেশ এখনও সহনীয় আছে, তবে সম্পদের ঘাটতির কারণে মানবসম্পদকে মূল শক্তিতে পরিণত করতে হবে।

শিক্ষার মান নিয়ে উদ্বেগ প্রকাশ করে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, গত ২০ বছরে জিপিএ-৫-এর পেছনে ছুটতে গিয়ে পার্বত্য অঞ্চলের শিক্ষার গুণগত মান অনেক কমে গেছে। শিক্ষার কোনো বিকল্প নেই — সরকার এই ব্যবস্থাকে পুনরায় গতিশীল করতে উদ্যোগ নিচ্ছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা সুপ্রদীপ চাকমা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক থানজামা লুসাই। বান্দরবান জেলা প্রশাসক শামীম আরা রিনি, পুলিশ সুপার শহীদুল্লাহ কাওছার, পার্বত্য জেলা পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা মো. নজরুল ইসলাম, জেলা পরিষদের সদস্য আবুল কালাম, লাল জারলম বম, বান্দরবান প্রেসক্লাব সভাপতি আমিনুল ইসলাম বাচ্চু, সংশ্লিষ্ট সরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দ এবং উপকারভোগীরা অনুষ্ঠানে বক্তব্য রাখেন। এসময় জেলা পরিষদ চত্বরে বৃক্ষরোপণ কার্যক্রমেরও উদ্বোধন করা হয়।

মৈত্রী/ এএ

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *