ভেজাল বিরোধী অভিযানে সাতকানিয়াতে এক লাখ টাকা জরিমানা
নিজস্ব প্রতিবেদক, দৈ.স.মৈ: চট্টগ্রামের সাতকানিয়ায় ভ্রাম্যমাণ আদালতে ভেজাল বিরোধী অভিযানে এক মিস্টি ব্যবসায়ী থেকে ১ লাখ টাকা জরিমানা আদায় করা হয়েছে।
১৭ আগস্ট রবিবার রাত সাড়ে আটটা থেকে রাত সাড়ে নয়টা পর্যন্ত সাতকানিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা খোন্দকার মাহমুদুল হাসানের নেতৃত্বে কেরানিহাটে এই অভিযান পরিচালিত হয়।
এনএসআই এর তথ্যের ভিত্তিতে কেরানীহাট কাঁচাবাজারে একটি মিষ্টি কারখানায় অভিযান পরিচালনা করা হয়। এই সময় অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি তৈরি, পোড়া তেল ব্যবহার, লেভেলবিহীন বাসি মিষ্টি সংরক্ষণ, বিক্রয় ও বিপণন, মিষ্টি তৈরিতে কাপড়ের রঙ ও পঁচাবাসি চিনির সিরা ব্যবহার, তৈরিকৃত মিষ্টিতে পোকামাকড় পাওয়ায় মিষ্টি কারখানার মালিকের প্রতিনিধি আবুল কাসেম(৫০)কে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৫২ ও ৫৩ ধারায় এক লাখ টাকা জরিমানা ও আদায় করা হয়। অভিযান চলাকালীন পোড়া তেল, নষ্ট বাসী চিনির সিরা ফেলে দেয়া হয়।
জনস্বার্থে প্রশাসনের এই অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে সাতকানিয়া উপজেলা প্রশাসন।
মৈত্রী/একেএ/এএ