খালিদ বিন ওয়ালিদের নামে হচ্ছে কাতারের তুর্কি সামরিক ঘাঁটি
আন্তর্জাতিক ডেস্ক / লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর :
কাতারে নবনির্মিত ঘাঁটির নকশা দেখছেন এরদোগান। ছবি: সংগৃহীত
কাতারে নবনির্মিত তুর্কি সামরিক ঘাঁটি দ্বিগবিজয়ী মুসলিম বীর খালিদ বিন ওয়ালিদের নামে নামকরণের ঘোষণা দিয়েছেন রিসেপ তাইয়্যিপ এরদোগান।
সোমবার সন্ধ্যায় কাতারে নবনির্মিত ঘাঁটিটিতে তুর্কি সেনাদের সঙ্গে বৈঠকের পর এ ঘোষণা দেন তিনি।
এরদোগান বলেন, এই অঞ্চলে আমাদের দেশের উপস্থিতি দেখে কারো শংকিত হওয়া উচিত নয়। তুরস্ক কখনও কোনো মুসলিম দেশের সঙ্গে বন্ধুত্ব ত্যাগ করবে না।
কাতারে তুরস্কের সামরিক ঘাঁটির কাজ প্রায় শেষ হয়েছে জানিয়ে তিনি বলেন, আমরা দোহার নতুন তুর্কি সামরিক ঘাঁটির কাজ শেষ করেছি এবং আমরা এটির নামকরণ করব খালিদ বিন আল ওয়ালিদের নামে।
তিনি বলেন, কাতারে তুর্কি সামরিক ঘাঁটি ভ্রাতৃত্ব, বন্ধুত্ব, সংহতি ও আন্তরিকতার প্রতীক। এটা উপসাগরীয় অঞ্চলের স্থিতিশীলতা ও শান্তি বজায় রাখবে। মুসলিমদের শক্তি বৃদ্ধি করবে।
এ সফরে কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল-সানির সাথে বৈঠকে উচ্চপর্যায়ের বৈঠকে অংশ নেন এরদোগান।
বৈঠকে মুসলিম বিশ্বের এ দুই রাষ্ট্রপ্রধান দ্বিপাক্ষিক বাণিজ্যসহ আঞ্চলিক ও আন্তর্জাতিক নানা বিষয় নিয়ে আলোচনা করেন। দুই শীর্ষ নেতার উপস্থিতিতে আট চুক্তিতে স্বাক্ষর করেন উভয় দেশের পররাষ্ট্রমন্ত্রীরা।
দ্বিপাক্ষিক সম্পর্ক, অর্থনীতি, নগরায়ন, বাণিজ্য, শিল্প, প্রযুক্তি ও মান নির্ধারণের মতো বিষয়গুলোতে এসব চুক্তি স্বাক্ষরিত হয়।