গত বছর ৫৬ সাংবাদিক নিহত : জাতিসংঘ
আন্তর্জাতিক ডেস্ক / লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর :
গত বছর ৫৬ জন সাংবাদিক নিহত হয়েছেন। তাদের বেশির ভাগই সংঘাতপূর্ণ অঞ্চলে নিহত হয়েছেন বলে জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসের মুখপাত্র স্টিফেন ডুজারিক।
তিনি সোমবার জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সাংস্কৃতিক সংস্থার (ইউনেস্কো) পরিসংখ্যান উদ্ধৃত করে এই তথ্য জানান। খবর ইউএনবির।
স্টিফেন ডুজারিক বলেন, ২০১৮ সালের তুলনায় এই সংখ্যা প্রায় অর্ধেকে নেমেছে, তবে অপরাধীদের অনেককেই আইনের আওতায় আনা যায়নি।
উল্লেখ্য, ২০১৮ সালে ৯৯ জন সাংবাদিক নিহত হন। ইউনেস্কোর তথ্য অনুসারে, ২০১০ থেকে ২০১৯ সাল পর্যন্ত মোট ৮৯৪ সাংবাদিক নিহত হয়েছেন।