অভিশংসিত হচ্ছেন না ডোনাল্ড ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক / লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর :

অভিশংসনের বিপদ থেকে অল্পের জন্য বেঁচে গেলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফলে প্রেসিডেন্ট পদে থাকতে তার আর কোনো বাধা থাকলো না।

স্থানীয় সময় বুধবার (৫ ফেব্রুয়ারি) সিনেটে ট্রাম্পের অভিশংসন নিয়ে ভোটাভুটি হয়। খবর বিবিসির।

ট্রাম্পের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার এবং কংগ্রেসের তদন্তে বাধা দেওয়ার অভিযোগ আনা হয়। তবে তিনি তা অস্বীকার করেন।

ভোটাভুটিতে ট্রাম্পের পক্ষে ক্ষমতার অপব্যবহারের অভিযোগের ক্ষেত্রে ভোট পড়ে ৫২টি আর বিপক্ষে পড়ে ৪৮টি। একই সঙ্গে কংগ্রেসের কাজে বাধা সৃষ্টির অভিযোগের ক্ষেত্রে তার পক্ষে ভোট পড়ে ৫৩টি ও বিপক্ষে পড়ে ৪৮টি।

ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে অভিযোগ দুটি হলো- তিনি তার পদ ব্যবহার করে তার ডেমোক্র্যাট রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী জো বাইডেনের বিরুদ্ধে তদন্ত করতে ইউক্রেনের ওপর চাপ সৃষ্টি করতে চেষ্টা করেছিলেন এবং অভিশংসনের তদন্তকাজে সহায়তা করতে অস্বীকার করে তিনি কংগ্রেসের কাজে বাধা সৃষ্টি করেছেন।

অভিশংসন বিচারে প্রেসিডেন্ট ট্রাম্প এ যাত্রায় টিকে গেলেও এর আগে মার্কিন প্রেসিডেন্টের পদ থেকে অভিশংসিত হন অ্যান্ড্রু জনসন এবং বিল ক্লিনটন।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *