কাশ্মীর এবার স্বাধীন হবে : ইমরান খান

আন্তর্জাতিক ডেস্ক / লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর :

পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান বলেছেন, নরেন্দ্র মোদির কাশ্মীরকে ভারতের কেন্দ্রীয় সরকারের অধীনে নেওয়ার মতো ভুল পদক্ষেপের কারণে এই অঞ্চল এবার স্বাধীন হবে।

বৃহস্পতিবার কাশ্মীর সংহতিতে ভারত অধীকৃত কাশ্মীরিদের সমর্থন জানিয়ে তিনি এসব কথা বলেন।

ইমরান খান বলেছেন, কাশ্মীরীদের জন্য ভালো সময় এগিয়ে আসছে; যা তাদের ভারতীয় দখল থেকে চূড়ান্ত স্বাধীনতার দিকে পরিচালিত করবে।

তিনি বলেন, ৫ আগস্টের ভারতীয় পদক্ষেপের আগে কাশ্মীরের বিষয়টি বিশ্ব অনেকাংশেই ভুলে গিয়েছিল। তবে ছয় মাস সময়ের মধ্যে কাশ্মীরের বিষয়টি পুরো বিশ্বের কাছে তুলে ধরা হয়েছে।

ইমরান খান বলেন, নরেন্দ্র মোদি একতরফাভাবে কাশ্মীরকে তার স্বাধীন মর্যাদা প্রত্যাহার করে নিয়ে যাওয়ার চেষ্টা করেছিলেন; তবে বিষয়টি এমনভাবেই আন্তর্জাতিকীকরণ করা হয়েছে, যা ভারতীয় প্রধানমন্ত্রী আশা করতে পারেননি।
পাক প্রধানমন্ত্রী বলেন, পাকিস্তান গত বছর ভারতীয় একটি যুদ্ধবিমানকে ভুপাতিত করেছে; সেসময় একজন পাইলটকে আটক করা হলেও শান্তির বার্তা হিসেবে তাকে মুক্ত করা হয়েছিল। এ সময় গত বছর মোদি ঘৃণামূলক প্রচারণা চালিয়ে নির্বাচনে জয়ী হয়েছেন বলেও উল্লেখ করেন তিনি।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *