বইমেলায় ভেঙ্গে পড়লো গ্রামীণ ফোনের টাওয়ার
শাহ্ সাকিব / লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর :
বইমেলায় ভেঙ্গে পড়লো গ্রামীণ ফোনের টাওয়ার
অমর একুশে গ্রন্থমেলায় গ্রামীণফোনের একটি অস্থায়ী মোবাইল টাওয়ার ভেঙে পড়ার খবর পাওয়া গেছে। তবে এতে কোনো ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেনি।
মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৪টার দিকে লিটলম্যাগ চত্বরের পেছনে বিসমিল্লাহ কাবাব নামের একটি দোকানের পাশে স্থাপন করা টাওয়ারটি ভেঙে পড়ে। মেলার দায়িত্বপ্রাপ্ত ইলেকট্রিশিয়ান শাওন গণমাধ্যমকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
প্রত্যক্ষদর্শীরা বলেন, সন্ধ্যার পর এই জায়গাটিতে লোকজনের ভিড় থাকে। বিকেলে লোকজন কম ছিল। হঠাৎ বিকট শব্দে টাওয়ারের ওপরের অংশ ভেঙে পড়ে।
বইমেলায় দায়িত্বরত ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার শহিদুল ইসলাম সুমন বলেন, ফায়ার সার্ভিসের কর্মীরা সেখানে তাৎক্ষণিক উপস্থিত হয়েছে। প্রাথমিকভাবে জেনেছি, এটা গ্রামীণফোনের টাওয়ার। তবে কেউ হতাহত হয়নি।
টাওয়ারের নির্মাণের কাজের সঙ্গে যুক্ত সোহেল জানান, ওপরের দিকে ওভারলোড হওয়ায় টাওয়ারটি ভেঙে পড়েছে।