বাল্যবিবাহ রোধ প্রকল্পের সমাপনী কর্মশালা অনুষ্ঠিত

আবু মুসা, ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি

কুড়িগ্রাম : “সকলে মিলে শপথ করি, বাল্য বিয়ে মুক্ত দেশ গড়ি” এই প্রতিপাদ্যের আলোকে কুড়িগ্রাম জেলার ভূরুঙ্গামারীতে উপজেলা প্রশাসন ইউনিয়ন বাল্যবিবাহ প্রতিরোধ কমিটি ও পাথরডুবি ইউনিয়ন এর সহযোগিতায় বিল্ডিং বেটার ফিউচার ফর গার্লস (বিবিএফজি) প্রকল্পের আয়োজনে এক সমাপনী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার ১০ ফেব্রুয়ারী সকাল ১০ টার সময় উপজেলার পাথরডুবি ইউনিয়ন পরিষদ হলরুমে এই কর্মশালা অনুষ্ঠিত হয়।

পাথরডুবি ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান আব্দুস সবুর এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনিয়ন ফেডারেশন সেক্রেটারী হাবিবুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজ সেবক মো. আব্দুল করিম সরকার।

সমাপনী কর্মশালায় উঠে আসে প্রকল্পের গত ৫ বছরের সকল কার্যক্রম। কীভাবে এ প্রকল্পের কাজ চলমান রাখা যায় সে বিষয়ে একটি কর্মপরিকল্পনা তৈরি করা হয়। এসব কর্মপরিকল্পনা বাস্তবায়নের জন্য ইউনিয়ন পরিষদের সকলে সম্মতি প্রদান করেন।

এসময় আরও উপস্থিত ছিলেন প্রকল্পের উপজেলা সমন্বয়কারী মো. কবির আলম, ইউনিয়ন ফেসিলিটেটর মো. জাহিদুল ইসলাম ও যুব ফোরাম সভাপতি মো. আবু মুসা সহ ইউপি সদস্য, শিক্ষক, ইমাম, কাজী, ঘটক, ফেডারেশন সদস্য, সাংবাদিক ও যুব ফোরামের সদস্য এবং স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ।

মৈত্রী/এফকেএ/এএ

শেয়ার করুন: