ভূরুঙ্গামারীতে শহীদ শেখ কামালের ৭৪তম জন্মবার্ষিকী পালন
আবু মুসা, ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি :
কুড়িগ্রাম : ভূরুঙ্গামারীতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র, আধুনিক ক্রীড়াঙ্গনের অন্যতম পথিকৃৎ বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামালের ৭৪ তম জন্মবার্ষিকী পালন করা হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে শনিবার বেলা ১১টায় এ উপলক্ষে শহীদ শেখ কামালের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়।
পরে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আলোচনাসভা ও স্মৃতিচারণ অনুষ্ঠান এবং গাছের চারা বিতরণ করা হয়। ভূরুঙ্গামারী উপজেলা নির্বাহী অফিসার দীপক কুমার দেব শর্মার সভাপতিত্বে শহীদ শেখ কামালের স্মৃতিচারণমূলক বক্তব্য রাখেন, বীর মুক্তিযোদ্ধা মহিউদ্দিন আহমেদ, মো: তাইফুর রহমান, সহকারী কমিশনার ভুমী, ভূরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ রুহুল আমিন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব শাহজাহান সিরাজ, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান জালাল উদ্দীন মন্ডল প্রমুখ।
এ সময় বক্তারা বলেন, ৭৫-এর ১৫ আগস্ট কালরাতে ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু ভবনে ঢুকে খুনিরা প্রথমেই হত্যা করে বঙ্গবন্ধু শেখ মুজিবের জ্যেষ্ঠ পুত্র বীর মুক্তিযোদ্ধা শেখ কামালকে। তবে শারীরিকভাবে শেখ কামালকে হত্যা করলেও বাংলাদেশের ক্রীড়াঙ্গনকে আন্তর্জাতিক মানে উন্নীত করার অভিযাত্রায় তাঁর প্রদর্শিত পথ, আদর্শ এবং দিকনির্দেশনা আজও এক অনুকরণীয় মডেল।
মৈত্রী/এফকেএ/এএ