- ড.আ ফ ম খালিদ হোসেন
ঘোষিত সময়ে নির্বাচন করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ
নির্বাচন অনুষ্ঠিত হওয়ার জন্য যে সময় বলা হয়েছে সে সময়ে নির্বাচন করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ। সরকার যখন নির্বাচন ঘোষণা করবে তখনি নির্বাচন অনুষ্ঠিত হবে ইন শা আল্লাহ।
০৫ জুলাই শনিবার সকালে বান্দরবানের মেঘলা পর্যটন কমপ্লেক্স এলাকায় জেলা মডেল মসজিদের ভিত্তি ফলক উন্মোচন শেষে সাংবাদিকদের এ কথা বলেন অন্তর্বর্তী সরকারের ধর্ম বিষয়ক উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন।
তিনি আরো বলেন, নৈতিকতার বিকাশ,মূল্যবোধ সৃষ্টির ক্ষেত্রে মসজিদগুলো ইতিবাচক ভূমিকা রাখবে। সালাত মানুষকে অশ্লীল কাজ থেকে বিরত রাখে। মানুষ যতো মসজিদমুখী হবে সমাজে তত অপরাধ প্রবণতা হ্রাস পাবে।
ড. আ ফ ম খালিদ হোসেন বলেন, মডেল মসজিদগুলোতে নামায আদায়ের পাশাপাশি কোরআন প্রশিক্ষন, হেফজখানা, সেমিনার, সিম্পোজিয়াম, লাশ ধোয়ার ব্যবস্থাসহ যাবতীয় ইসলামী কার্যক্রম পরিচালনার সুব্যবস্থা থাকবে। বান্দরবানের মেঘলা পর্যটন কমপ্লেক্সে ৪৩ শতাংশ জায়গার উপর প্রায় ২০ কোটি টাকা ব্যয়ে ৪ তলা বিশিষ্ট মডেল মসজিদটি নির্মিত হবে।
ধর্ম উপদেষ্টা বলেন, বান্দরবানকে অনন্য মর্যাদায় নিয়ে যাবে এই মসজিদ। এই মসজিদ নির্মাণে সর্বস্তরের জনগণের সহায়তা আমাকে মুগ্ধ করেছে। আমি সকলের প্রতি কৃতজ্ঞ। মুসলিম সমাজকে সুপ্রতিষ্ঠিত করতে আপনারার সবাই এক হয়ে কাজ করবেন বলেই আমি আশাবাদী।
বান্দরবানের জেলা প্রশাসক শামীম আরা রিনির সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় ধর্ম মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আব্দুল আউয়াল হাওলাদার, ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক আব্দুস সালাম খান, প্রকল্প পরিচালক শহিদুল আলম, বান্দরবান জেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক থানজামা লুসাই, পুলিশ সুপার মো. শহীদুল্লাহ কাওছার,বান্দরবান জেলা জামায়াতের আমির আব্দুস সালাম আজাদ,পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের চেয়ারম্যান কাজী মো. মজিবর রহমান, ইসলামিক ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের নেতা লে.কর্নেল মো. আইয়ুবসহ অন্যান্য অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন।
মৈত্রী/ এএ