রিয়ালকে আরেকটি হারের স্বাদ দিল বার্সা
কোপা ডেল রে স্বপ্ন শেষ হওয়ার চারদিনের ব্যবধানে চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনার কাছে আরো একটি হারের স্বাদ পেল রিয়াল মাদ্রিদ। আর এতে শেষ হতে বসেছে লস ব্লাঙ্কোসদের লিগ শিরোপা স্বপ্ন। শনিবার রাতে সান্তিয়াগো বার্নাব্যুয় ইভান রাকিতিচের একমাত্র গোলে প্রবল প্রতিপক্ষকে হারায় কাতালন জায়ান্টরা।
এ জয়ে রিয়ালের চেয়ে ১২ পয়েন্টে এগিয়ে গেল বর্তমান চ্যাম্পিয়নরা। ১২ ম্যাচে এ ব্যবধান অতিক্রম করে শিরোপা জয় করা কেবল কঠিন নয়, রিয়ালের জন্য প্রায় অসম্ভব। ২৬ ম্যাচ থেকে বার্সেলোনার সংগ্রহ ৬০ পয়েন্ট। সমান ম্যাচে রিয়ালের ঝুলিতে ৪৮ পয়েন্ট। এক ম্যাচ কম খেলা অ্যাতলেটিকো মাদ্রিদ ৫০ পয়েন্ট নিয়ে অবস্থান করছে দ্বিতীয় স্থানে। পরশু রাতে মৌসুমের চতুর্থ এল ক্ল্যাসিকোতে রিয়ালের শুরুটা ছিল দুর্দান্ত। প্রথম ১০ মিনিট প্রতিপক্ষকে বেশ চাপে রাখে করিম বেনজেমা, গ্যারেথ বেল ও ভিনিসিয়াস জুনিয়রকে নিয়ে গড়া রিয়ালের আক্রমণভাগ। ১০ মিনিট পর গুছিয়ে ওঠে বার্সেলোনা। বেশ কয়েকবারই আক্রমণে গিয়ে ভীতি ছড়ায় প্রতিপক্ষ শিবিরে। সময় যত গড়িয়েছে আক্রমণ-পাল্টা আক্রমণে ম্যাচটা ততই উপভোগ্য হয়েছে।
মৌসুমে আগের তিন এল ক্ল্যাসিকোর দুটিতে হারা রিয়ালকে (আরেকটি ড্র) ম্যাচে বেশ সংগঠিত মনে হলেও রক্ষণের দৃঢ়তায় দুর্গ আগলে রাখে বার্সা। দুই সেন্টারব্যাক—জেরার্ড পিকে ও ক্ল্যামেন্ট লেংলেট ছিলেন দুর্দান্ত। আক্রমণভাগের বাম দিকে রিয়ালের ভিনিসিয়াস জুনিয়র আলো ছড়ালেও এ ব্রাজিলিয়ানকে দক্ষতার সঙ্গে সামলেছেন বার্সা রাইটব্যাক সার্জি রবার্তো। মাঝমাঠে লুকা মদ্রিচ ও টনি ক্রুস সুবিচার করেছেন নামের প্রতি। বার্সেলোনার স্বভাবসিদ্ধ বল দখলে রখার যে খেলা তাতে ছেদ টানেন দুই মিডফিল্ডার। ম্যাচে রিয়ালের অন্যতম সেরা খেলোয়াড় ছিলেন ফুলব্যাক সার্জিও রেগুইলন। রক্ষণের পাশাপাশি দক্ষতার সঙ্গেই আক্রমণে দলকে সহায়তা করেছেন ২২ বছর বয়সী এ ফুটবলার। তবে প্রাপ্ত সুযোগগুলো কাজে লাগাতে না পারায়, এসব কোনো কিছুই কাজে আসেনি। এ কারণে বেশ হতাশ রিয়াল ডিফেন্ডার দানি কারভাহাল।
‘সর্বশেষ দুই ম্যাচে ফুটবল আমাদের সঙ্গে অবিচার করেছে। ম্যাচ দুটিতে জয়ের সুযোগ ছিল আমাদের সামনে। অন্তত হারার মতো ফুটবল খেলিনি আমরা। এটা ছিল কঠিনতম সপ্তাহ’—ম্যাচ শেষে বলেন স্প্যানিশ এ রাইটব্যাক। কোপা ডেল রে অভিযান শেষ হওয়ার পর লিগ শিরোপার পথটাও অসম্ভব দেখছেন কারভাহাল, ‘আমরা এরই মধ্যে কোপা ডেল রে থেকে ছিটকে গেছি। লিগেও কোনো সুযোগ দেখছি না।’
বার্সা কোচ আরনেস্তো ভালভার্দে অবশ্য এখনো লিগকে এক ঘোড়ার রেস মানতে নারাজ, ‘রিয়াল মাদ্রিদের টানা ম্যাচ জয়ের ক্ষমতা রয়েছে। গত মৌসুমে লিগে আমরা রিয়ালের চেয়ে বড় ব্যবধানে এগিয়ে ছিলাম। ওই অবস্থা থেকে দলটি কিন্তু চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা জিতেছে। যেকোনো পরিস্থিতি থেকে ইতিহাস সৃষ্টি করার সক্ষমতা রয়েছে রিয়ালের।’ এএফপি