বাংলাদেশের সাথে বিশ্বের ৫৩টি দেশের বেসামরিক বিমান চলাচল চুক্তি রয়েছে : বিমানমন্ত্রী
সংসদ প্রতিনিধি,
সংসদ ভবন, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী বলেছেন, বর্তমানে বাংলাদেশের সাথে বিশ্বের ৫৩টি দেশের বেসামরিক বিমান চলাচল চুক্তি রয়েছে।
তিনি আজ সংসদে সরকারি দলের সদস্য এ কে এম রহমতুল্লাহ’র এক প্রশ্নের জবাবে এ কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, বিভিন্ন বিমান সংস্থা বাংলাদেশে বর্তমানে সপ্তাহে মোট ৩২৫টি ফ্লাইট পরিচালনা করছে। এর মধ্যে ভারত ৫৩টি, ইউএই ৭৮টি, মালয়েশিয়া ৪২টি, সিঙ্গাপুর ১৬টি, ভুটান ৪টি, কুয়েত ১২টি, সৌদি আরব ৩১টি, শ্রীলংকা ৭টি, চীন ১৬টি, বাহরাইন ৫টি, আজারবাইজান ৩টি এবং ওমান ৪টি ফ্লাইট পরিচালনা করছে।
মাহবুব আলী বলেন, বেসামরিক বিমান চলাচল চুক্তির আওতায় ফ্রিকুয়েন্সি অনুযায়ী ফ্লাইট চলাচলের ফলে এরোনটিক্যাল ও নন-এরোনটিক্যাল আয় বৃদ্ধি পায়।
বিমান প্রতিমন্ত্রী বলেন, এ আয় থেকে এ কর্তৃপক্ষের সকল ব্যয়, রাজস্ব ব্যয়, উন্নয়ন ব্যয়, ঋণ পরিশোধ, সরকারকে প্রদেয় আয়কর, নন-টেক্স রেভিনিউ (এনটিআর) ইত্যাদি নির্বাহ করা হয়।
তিনি বলেন, এসব ফ্লাইট থেকে বাংলাদেশ সিভিল এভিয়েশনের লোকসানের কোন সম্ভাবনা নেই।