১৯ এপ্রিল শিক্ষক নিবন্ধনের প্রিলিমিনারি পরীক্ষা

লোপা রাকিব,

১৫তম শিক্ষক নিবন্ধনের প্রিলিমিনারি পরীক্ষার প্রবেশপত্র অনলাইনে প্রকাশ করা হয়েছে। প্রার্থীরা এনটিআরসিএর ওয়েবসাইট থেকে প্রবেশপত্র ডাউনলোড করতে পারবেন। ১৯ এপ্রিল শিক্ষক নিবন্ধনের প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

রবিবার রাতে প্রবেশপত্র অনলাইনে প্রকাশ করে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)।

প্রার্থীরা এনটিআরসিএর http://ntrca.teletalk.com.bd/admitcard/index.php ওয়েবসাইটে ঢুকে ইউজার আইডি ও পাসওয়ার্ড ব্যবহার করে লগইন করে প্রবেশপত্র ডাউনলোড করতে পারবেন। ডাউনলোড করা প্রবেশ পত্রের কপি পরীক্ষার সময় কক্ষ পরিদর্শককে দেখাতে হবে।

প্রবেশপত্রে পরীক্ষার কেন্দ্র, তারিখ ও সময় উল্লেখ করা হয়েছে। পরীক্ষার হলে কালো বল পয়েন্ট কলম নিয়ে আসতে বলা হয়েছে প্রার্থীদের।

এছাড়া প্রিলিমিনারি পরীক্ষায় মোবাইল ফোন, সায়েন্টিফিক ক্যালকুলেটর বা কোনো প্রকার ইলেকট্রনিক ডিভাইস নিয়ে আসা যাবে না বলেও বলা হয়েছে প্রবেশ পত্রে।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *