নিরাপত্তা বাহিনীর অসদাচরণ তদন্তের প্রতিশ্রুতি জিম্বাবুয়ের প্রেসিডেন্টের
হারারে, ২২ জানুয়ারি ২০১৯, (লিগ্যালভয়েস ডেস্ক) : জিম্বাবুয়ের প্রেসিডেন্ট ইমারসন মনানগাগওয়া মঙ্গলবার নিরাপত্তা বাহিনীর সদস্যদের অসদাচরণ তদন্তের প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন। গত সপ্তাহে ছড়িয়ে পড়া বিক্ষোভ-সমাবেশে তাদের ব্যাপক দমনপীড়নের পর তিনি এ প্রতিশ্রুতি দিলেন। খবর এএফপি’র।
টুইটার বার্তায় প্রেসিডেন্ট বলেন, ‘আমাদের নিরাপত্তা বাহিনীর সদস্যদের দমনপীড়ন বা অসদাচরণ অগ্রহণযোগ্য এবং নতুন জিম্বাবুয়ে গঠনের ক্ষেত্রে এটি বিশ্বাসঘাতকতার শামিল।’
তিনি আরো বলেন, ‘বিশৃংখলা ও অবাধ্যতা বরদাস্ত করা হবে না। এক্ষেত্রে নিরাপত্তা বাহিনীর সদস্যদের অসদাচরণ তদন্ত করা হবে।’