থাইল্যান্ডে অভ্যুত্থান পরবর্তী প্রথম সাধারণ নির্বাচন ২৪ মার্চ
ব্যাংকক, ২৩ জানুয়ারি, ২০১৯ লিগ্যালভয়েস টোয়েন্টিফোর ডটকম : থাইল্যান্ডে আগামী ২৪ মার্চ সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে। বুধবার কর্তৃপক্ষ এ কথা জানায়।
দেশটিতে ২০১৪ সালে সামরিক অভ্যুত্থানের মাধ্যমে ইংলাক সিনাওয়াত্রার বেসামরিক সরকারকে উৎখাতের পর এটি হবে প্রথম সাধারণ নির্বাচন।
অভ্যুত্থানের পর জান্তা সরকারের এ সময়ে সংবিধান পুনর্লিখন এবং পুরো প্রশাসনে জান্তা সমর্থকদের নিয়োগ দেয়া হয় যেন রাজনৈতিক অঙ্গনকে সিনাওয়াত্রার সমর্থকমুক্ত করা সম্ভব হয়।
নির্বাচন কমিশনের একজন কর্মকর্তা সাংবাদিকদের বলেন, ‘আগামী ২৪ মার্চ নির্বাচনের দিন’।
এদিকে এ ঘোষণার কয়েকঘন্টা আগে নির্বাচন কমিশনকে দিন ঘোষণার ক্ষমতা দিয়ে থাই রাজা মহা ভাজিরারংকর্ন স্বাক্ষরিত একটি ডিক্রি প্রকাশিত হয়।
থাইল্যান্ডে ঘন ঘন সেনাঅভ্যুত্থান ঘটে। ফলে এখানে বেসামরিক সরকারের মেয়াদ হয় খুবই সংক্ষিপ্ত এবং রাজনৈতিক সংকট বলতে গেলে লেগেই থাকে।
এর আগে দেশটিতে ২০১১ সালে সফল একটি সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়। এ নির্বাচনে সিনাওয়াত্রার বোন ইংলাক সিনাওয়াত্রা ক্ষমতায় আসেন। কোটিপতি থাকসিন সিনাওয়াত্রা ২০০৬ সালে সেনা অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হন এবং ২০০৮ সালে দেশ ছেড়ে নির্বাসিত জীবন শুরু করেন। ক্ষমতাচ্যুত ইংলাক ২০১৭ সালের আগস্টে দেশ ছাড়তে বাধ্য হন। চালে ভর্তুকি দেয়াকে কেন্দ্র করে ফৌজদারি অপরাধ অবহেলার দায়ে কারাদন্ড এড়াতে তিনি দেশ ছাড়েন।