সীমান্তে অস্থিরতার পর হামাস শিবিরে ইসরাইলী হামলা, ত্রাণ সরবরাহ বন্ধ
গাজা সিটি (ফিলিস্তিন ভূখন্ড), লিগ্যালভয়েস টোয়েন্টিফোর ডটকম : ইসরাইলি বাহিনী মঙ্গলবার রাতে গাজা উপত্যকায় হামাসের অবস্থান লক্ষ্য করে হামলা চালিয়েছে। ফিলিস্তিনি এক নাগরিক নিহত ও ইসরাইলি এক সৈন্য আহত হওয়ার একদিন পর এ হামলা চালানো হলো। এদিকে এসব কারণে ত্রাণ সরবরাহে আবারো বিঘœ সৃষ্টি হয়েছে। খবর এএফপি’র।
ইসরাইল ও কট্টরপন্থী ইসলামি সংগঠনের মধ্যে অনানুষ্ঠানিক অস্ত্রবিরতি ঘোষণার সুবাদে তুলনামূলকভাবে কয়েক সপ্তাহ শান্ত থাকার পর এসব ঘটনা উত্তেজনা বাড়ানোরই ইঙ্গিত দিচ্ছে। সংগঠনটি গাজা উপত্যকায় সক্রিয়।
ইসরাইলি এক কর্মকর্তা জানান, অস্ত্রবিরতির অংশ হিসেবে কাতার থেকে ইসরাইল হয়ে গাজায় নগদ অর্থ পাঠানো এ সংঘাতের কারণে বুধবার সম্ভব হয়নি।
ইসরাইল ও হামাস কর্মকর্তারা জানান, প্রথম দফা গুলি বিনিময়ের ঘটনায় ইসরাইলি বাহিনী গাজা উপত্যকার উত্তরাঞ্চলে হামাসের দু’টি পর্যবেক্ষণ স্থাপনা লক্ষ্যকরে ট্যাঙ্ক হামলা চালায়। এতে কেউ আহত হয়নি।
কর্মকর্তারা জানান, সন্ধ্যার দিকে বন্দুক হামলায় ইসরাইলি এক সৈন্য আহত হওয়ার জবাবে গাজার মধ্যাঞ্চলের সীমান্ত বরাবর ইসরাইলি ট্যাঙ্কের গোলার আঘাতে এক হামাস জঙ্গি নিহত হয়েছে।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক মুখপাত্র জানান, মোহাম্মাদ আল-নাবাহীন (২৪) ট্যাঙ্কের গোলার আঘাতে নিহত হয়। এ সময় আরো চারজন আহত হয়েছে।
হামাস জানায়, সে তাদের সশস্ত্র শাখা ইজেদিন আল-কাশেম ব্রিগেডের সদস্য।
ইসরাইলি সেনাবাহিনী জানায়, গুলির আঘাতে তাদের এক সৈন্য সামান্য আহত হয়েছে। তারা দ্রুত এ হামলার জবাবও দিয়েছে।