সংযুক্ত আরব আমিরাতের উদ্দেশ্যে নৌবাহিনী যুদ্ধজাহাজ ধলেশ্বরীর যাত্রা
ঢাকা, লিগ্যালভয়েস ডেস্ক : নৌবাহিনীর যুদ্ধজাহাজ ‘ধলেশ্বরী’ আজ বৃহস্পতিবার সংযুক্ত আরব আমিরাতের উদ্দেশ্যে মোংলা নৌঘাঁটি ত্যাগ করেছে।
ধলেশ্বরীর সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিতব্য আন্তর্জাতিক প্রতিরক্ষা প্রদর্শনীতে (আইডিএক্স-২০১৯) অংশ গ্রহণ করার কথা রয়েছে।
এ সময় কমান্ডার ফ্লোটিলা ওয়েস্ট কমডোর এস এম মনিরুজ্জামান প্রধান অতিথি হিসেবে উপস্থিতি থেকে জাহাজটিকে আনুষ্ঠানিক ভাবে বিদায় জানান।
নৌবাহিনীর পদস্থ সামরিক কর্মকর্তাগণ, জাহাজে গমণকারী কর্মকর্তা ও নাবিকদের পরিবারের সদস্যরা এ সময় উপস্থিত ছিলেন। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এ কথা জানানো হয়। এতে বলা হয়, জাহাজটি আগামী ১৩ হতে ২১ ফেব্রুয়ারি সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিতব্য আইডিএক্স-২০১৯ এর অত্যাধুনিক নৌ সমরাস্ত্র প্রদর্শনী ও আন্তর্জাতিক কনফারেন্সসহ বিভিন্ন কার্যক্রমে অংশগ্রহণ করবে।
বানৌজা ধলেশ্বরীর অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন ক্যাপ্টেন এম মহব্বত আলী। এতে ১৮২ জন নৌসদস্য রয়েছেন।
এ মহড়ায় বাংলাদেশসহ বিশ্বের ১৩টি দেশের নৌবাহিনীর জাহাজ, বিশ্বখ্যাত ১১০০টি নৌ সমরাস্ত্র কোম্পানী, নৌ পর্যবেক্ষক ও নৌ সমর বিশারদসহ প্রায় এক লাখ দর্শনার্থী অংশগ্রহণ করবে।
জাহাজটির এ মহড়ায় অংশগ্রহণের মাধ্যমে বাংলাদেশ নৌবাহিনীর কর্মকর্তা ও নাবিকদের পেশাগত মান উন্নয়নের পাশাপাশি বন্ধু প্রতীম দেশসমূহের সাথে সামরিক সু-সম্পর্ক জোরদার করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
মহড়া শেষে জাহাজটি আগামী ১৩ মার্চ দেশে ফিরবে বলে জানা যায়।