ভেজালমুক্ত খাবার নিশ্চিতে সচেতনতা তৈরি করতে হবে : খাদ্যমন্ত্রী
ঢাকা, ২৬ জানুয়ারি ২০১৯ লিগ্যালভয়েস : নিরাপদ, ভেজালমুক্ত ও পুষ্টিকর খাবার নিশ্চিতে আইন প্রয়োগের পাশাপাশি সবাইকে সচেতন হতে হবে। বাড়ি থেকেই শুরু করতে হবে এই সচেতনতা।
আজ দুপুরে খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার ধামরাইয়ের পৌর এলাকার আব্দুস সোবহান মডেল হাই স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠানে প্রধান অতিথি’র বক্তৃতায় এ কথা বলেন।
তিনি বলেন, পর্যায়ক্রমে স্কুল শিক্ষার্থীদেরকে সচেতন করে গড়ে তুলতে হবে। সবুজ, নীল ও হলুদ ৩টি গ্রেডে নিরাপদ খাদ্য নিশ্চিতে খাবারের হোটেল ও রেস্টুরেন্টগুলোকে কার্ডের মাধ্যমে গ্রেডিং পদ্ধতির আওতায় আনা হচ্ছে।
ধামরাই পৌরসভার মেয়র গোলাম কবিরের সভাপতিত্বে অনুষ্ঠানের উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় এমপি বেনজীর আহমেদ।এছাড়া বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীসহ অন্যারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন