নিষেধাজ্ঞার আগেই দলে সাব্বির, জানতেন না বিসিবি সভাপতিও!
নিষেধাজ্ঞার মেয়াদ শেষ না হওয়ার আগেই জাতীয় দলে ফেরা নিয়ে শুরু হয়েছে জটিলতা। এমনকি তার ফেরার ব্যাপারটা জানতেন না খোদ বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনও।
গেল সেপ্টেম্বরে ছয় মাসের জন্য আন্তর্জাতিক ক্রিকেট থেকে নিষিদ্ধ করা হয় সাব্বির রহমানকে। যা শেষ হওয়ার কথা আগামী ফেব্রুয়ারিতে। তার আগে তার দলে ফেরার কারণ হিসেবে প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু অধিনায়ক মাশরাফি বিন মর্তুজার ‘জোরালো অনুরোধের’ কথাই উল্লেখ করেন।
তবে এর জবাবে মাশরাফি বলেন, তিনি কেবল সাব্বিরকে দলে নেওয়ার যুক্তি দেখিয়েছেন। নেওয়া না নেওয়া তো নির্বাচকের ব্যাপার।
অন্যদিকে বিসিবি সভাপতি বললেন, সাব্বিরের নিষেধাজ্ঞা শেষ হয়েছে বলেই জানানো হয়েছে তাকে, ‘যখন তালিকা আমার কাছে সই করার জন্য আসে, তালিকায় সবার সই করার পর। আমি জিজ্ঞাসা করেছিলাম ওর শাস্তির ব্যাপারটা। শাস্তি শেষ হচ্ছে কবে? আমাকে বলেছে শাস্তি শেষ। হয়তো ভুল করে বলেছে।’
তবে তাকে ভুল ব্যাখ্যা কে দিয়েছেন তা স্পষ্ট করে জানাননি তিনি। তবে নিষেধাজ্ঞা শেষ হওয়ার আগে জাতীয় দলে ফেরায় সাব্বিরের জন্য বেশি চ্যালেঞ্জিং মনে করছেন পাপন। এটাই তার জন্য শেষ সুযোগ বলছেন তিনি, ‘আমি মনে করি আরও বেশি সময় নিয়ে, আরও বুঝে শুনে আসলে ওর জন্য ভালো হতো। এখন ওর জন্য ঝুঁকি অনেক বেশি। কারণ একটা ছোট ভুল ওর ক্যারিয়ার শেষ হয়ে যেতে পারে। এটা অবশ্যই ওর জন্য শেষ সুযোগ। এরপরেও যদি আবারো করে জীবনও আর খেলতে পারবে না।’