বায়ুদূষণ প্রতিরোধে পানি ছিটানো কার্যক্রমের উদ্বোধন করেছেন সাঈদ খোকন
স্টাফ রিপোর্টার
ধূলাবালিতে সৃষ্ট বায়ুদূষণ প্রতিরোধে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি) এলাকায় পানি ছিটানো কার্যক্রম উদ্বোধন করেছেন মেয়র মোহাম্মদ সাঈদ খোকন।
আজ বুধবার বাংলা একাডেমির বইমেলা প্রাঙ্গণ ধূলাবালি মুক্ত রাখতে পানি ছিটানোর মাধ্যমে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় এই কার্যক্রমের উদ্বোধন করেন তিনি।
এ সময় সাঈদ খোকন বলেন, আমাদের শহর পরিচ্ছন্ন ও ধূলাবালিমুক্ত রাখতে আগে থেকেই পানি ছিটানো কার্যক্রম অব্যাহত আছে। এরপরও আদলাতের নির্দেশনা মেনে আমরা বিশেষ কর্মসূচি গ্রহণ করেছি। আমাদের ৫১ কিলোমিটার প্রাইমারি সড়কে প্রতিদিন সকাল-বিকেল পানি ছিটানো হবে।
নগরবাসীর উদ্দেশ্যে তিনি বলেন, শুষ্ক মৌসুমে বাসা-বাড়ি নিমার্ণসহ রাস্তা ঘাটে উন্নয়নমূলক কাজ হয়, সে কারণেও আরও বেশি ধূলাবালি সৃষ্টি হয়। তাই যারা যেখানে কাজ করছেন নিজ উদ্যোগে সেসব স্থানে সকাল-বিকেল পানি ছিটিয়ে ধূলাবালি মুক্ত রাখবেন।
তিনি বলেন, নগরবাসী একটু সচেতন হলে আমরা একটি পরিচ্ছন্ন ধূলোবালি মুক্ত শহর আপনাদের উপহার দিতে পারি।
এ সময় ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোস্তাফিজুর রহমান, বাংলা একাডেমির মহাপরিচালক কবি হাবীবুল্লাহ সিরাজী, ডিএসসিসির প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা এয়ার কমোডর জাহিদ হোসেন, অতিরিক্ত বর্জ্য ব্যবস্থাপক খন্দকার মিল্লাতুল ইসলাম, সচিব শাহাবুদ্দিন খান উপস্থিত ছিলেন।