‘চাকরির জন্য শিক্ষা নয়, শিক্ষার জন্য শিক্ষা দিন’
নিজস্ব প্রতিবেদক
পরিষ্কার-পরিচ্ছন্ন, স্বাস্থ্যসম্মত, পরিবেশবান্ধব প্রাথমিক বিদ্যালয় গড়ে তোলার লক্ষ্যে দেশব্যাপী পরিচ্ছন্নতা কর্মসূচির উদ্বোধন করেছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মোহাম্মদ জাকির হোসেন।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রতিমন্ত্রী বলেন, চাকরির জন্য শিক্ষা নয়, শিক্ষার জন্য শিক্ষা দিন।
বৃহস্পতিবার মহাখালীর ওয়্যারলেস সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পরিষ্কার-পরিছন্নতা কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে প্রতিমন্ত্রী বলেন, পরিষ্কার-পরিচ্ছন্নতা একটি বড় মানব সেবা। বিদ্যালয়ের আশপাশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার জন্য শিক্ষার্থী শিক্ষকদের আহ্বান জানাই।
এ সময় শিক্ষার্থীরা মুহুর্মুহু স্লোগান দিতে থাকেন- বিদ্যালয়ের চারপাশ পরিষ্কার রাখবো বারো মাস।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- মন্ত্রণালয়ের সচিব মো. আকরাম-আল-হোসেন। অনুষ্ঠানে সচিব বলেন, ‘প্রাথমিক শিক্ষকদের স্কুলে উপস্থিতি অবশ্যই নিশ্চিত করতে হবে। সরকার নির্বাচনী ইশতেহার অনুযায়ী শিক্ষকদের মান উন্নয়নে কাজ করছে।
অনুষ্ঠানে প্রাথমিক শিক্ষা অধিদফতরের মহাপরিচালকসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, দেশের মাধ্যমিক ও প্রাথমিক স্তরের সকল শিক্ষাপ্রতিষ্ঠানে প্রতি বৃহস্পতিবার পরিচ্ছন্নতা অভিযান চালানোর নির্দেশনা দিয়েছে সরকার। এরই অংশ হিসেবে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এবং শিক্ষা মন্ত্রণালয় পরিচ্ছনতা কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেছে।