জানুয়ারিতে ডিএসই থেকে রাজস্ব বেড়েছে
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) থেকে জানুয়ারিতে সরকারের রাজস্ব বেড়েছে ১৮ কোটি ২২ লাখ টাকা।
জানুয়ারিতে ডিএসই থেকে রাজস্ব আদায় হয়েছে ৩২ কোটি ৬৪ লাখ টাকা, ডিসেম্বরে যা ছিল ১৪ কোটি ৪২ লাখ। এর মধ্যে বিনিয়োগকারীদের সিকিউরিটিজ লেনদেন থেকে এসেছে ২২ কোটি ৩৪ লাখ টাকা, আগের মাসে যা ছিল ৮ কোটি ৭০ লাখ টাকা।
এদিকে উদ্যোক্তা পরিচালক বা প্লেসমেন্টধারীদের শেয়ার লেনদেন থেকে জানুয়ারিতে রাজস্ব আদায় হয়েছে ১০ কোটি ৩০ লাখ টাকা, ডিসেম্বরে যা ছিল ৫ কোটি ৭২ লাখ টাকা।