দলকে যারা শক্তিশালি করতে পারবে তাদেরকেই সংরক্ষিত নারী আসনে মনোনয়ন দেয়া হবে : জি এম কাদের
ঢাকা : জাতীয় পার্টির কো-চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদের বলেছেন, যারা সংসদে অবদান রাখতে এবং দলকে শক্তিশালী করতে পারবে তাদেরকেই জাতীয় পার্টির পক্ষ থেকে সংরক্ষিত নারী আসনে সংসদ সদস্য হিসেবে মনোনয়ন দেয়া হবে।
বুধবার দুপুরে জাতীয় পার্টি চেয়ারম্যানের বনানী অফিসে পার্টির সংরক্ষিত নারী আসনে মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাতকার শেষে উপস্থিত গণমাধ্যম কর্মীদের তিনি এ কথা বলেন।
প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা এবং দলের সাথে তাদের অতীত এবং বর্তমান অবদানও বিবেচনা করা হবে জানিয়ে জিএম কাদের বলেন, সাক্ষাতকার শেষে তালিকা চুড়ান্ত অনুমোদনের জন্য পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের কাছে পাঠানো হবে।
এসময় জাতীয় পার্টির মহাসচিব মসিউর রহমান রাঙ্গা, প্রেসিডিয়াম সদস্য এডভোকেট গোলাম কিবরিয়া টিপুু, শেখ মুহম্মদ সিরাজুল ইসলাম, মাহমুদুল ইসলাম চৌধুরী ও লেফটেনেন্ট জেনারেল (অব.) মাসুদ উদ্দিন চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন।