কর্মসংস্থান সৃষ্টির জন্য পুষ্টিবিদদের উদ্যোক্তার ভূমিকা পালন করতে হবে : ঢাবি উপাচার্য
ঢাকা, লিগ্যাল ডেস্ক : ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান বলেছেন, কর্মসংস্থান সৃষ্টির জন্য পুষ্টিবিদদের উদ্যোক্তার ভূমিকা পালন করতে হবে।
তিনি আজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের মোজাফ্ফর আহমেদ চৌধুরী মিলনায়তনে নিউট্রিশন ক্লাব ইন বাংলাদেশ আয়োজিত দিনব্যাপী এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
এ সময় তিনি পুষ্টি খাতের উন্নয়নে নতুন কর্মপন্থা নির্ধারণের ওপর গুরুত্বারোপ করে কর্মসংস্থান সৃষ্টির জন্য পুষ্টিবিদদের উদ্যোক্তার ভূমিকা পালনের আহ্বান জানান।
নিউট্রিশন ক্লাব ইন বাংলাদেশ-এর চেয়ারম্যান ডা. সাখাওয়াত ইসলাম ভূঁঞার সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে জাতীয় পুষ্টি সেবার উপ-পরিচালক ও প্রোগ্রাম ম্যানেজার ড. এস এম মুস্তাফিজুর রহমান বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে উপাচার্য বলেন, খাদ্যাভ্যাস পরিবর্তন এবং পুষ্টিকর খাবার গ্রহণের মাধ্যমে অনেক ধরনের রোগ প্রতিরোধ করা যায়। স্বাস্থ্য বিষয়ে জনসচেতনতা সৃষ্টির ক্ষেত্রে এই সেমিনার সহায়ক ভূমিকা পালন করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।