বিপিএলের ষষ্ঠ আসরের ফাইনাল আজ
মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে তাপ ছড়ানো এ শিরোপার লড়াই শুরু হবে সন্ধ্যা ৭টায়। ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে গাজী ও মাছরাঙা টেলিভিশন। মাঠে বসে এ ম্যাচটি উপভোগ করবেন আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) সভাপতি শশাঙ্ক মনোহর।
বিপিএলে এবারের আসরে বিশ্বের অন্যতম সেরা আলরাউন্ডারদের মেলা বসিয়েছে ঢাকা ডায়নামাইটস। দলটিতে আছে সুনিল নারাইন, আন্দ্রে রাসেল, কাইরন পোলার্ডের মতো দুনিয়া মাতানো ক্যারিবীয় অলরাউন্ডাররা। দেশীয় অলরাউন্ডারদের মধ্যে অধিনায়ক সাকিব ছাড়াও আছেন শুভাগত হোম। যদিও লিগ পর্বে কিছুটা অধারাবাহিক ছিল ঢাকা। শুরুটা দারুণভাবে করলেও মাঝপথে ছন্দপতন ঘটে গতবারের রানার্সআপ ট্রফি জেতা দলটির। তবে শেষদিকে নারাইন-রাসেল-পোলার্ডদের নৈপুণ্যে শেষ চার নিশ্চিতের পর ডায়নামাইটসরা এখন ফাইনালের মঞ্চে।
এবার ধারাবাহিকতার দিক থেকে ঢাকার চেয়ে এগিয়ে কুমিল্লা। এক ম্যাচ হাতে রেখেই শেষ চারে পৌঁছে যায় দলটি। নিট রানরেটে পিছিয়ে থেকে পয়েন্ট টেবিলে দ্বিতীয় স্থান পায় কুমিল্লা। আর এর পথে দুবারই তারা হারায় ঢাকাকে। টপ অর্ডারে এভিন লুইস-তামিম ইকবাল; অলরাউন্ডার হিসেবে আছেন থিসারা পেরেরা-শহীদ আফ্রিদি-সাইফউদ্দীন, সঙ্গে ওয়াহাব রিয়াজের মতো পেসারের উপস্থিতি শক্তিশালী দলে পরিণত করেছে কুমিল্লাকে। বিশেষ করে ইনজুরি থেকে ফেরার পর স্বমূর্তি ধারণ করেছেন এ সময়ের টি২০ ক্রিকেটের অন্যতম সেরা ওপেনার লুইস। মূলত এ ক্যারিবীয় ওপেনারের ৭১ রানে ভর দিয়েই প্রথম কোয়ালিফায়ারে রংপুরকে হারিয়ে ফাইনালে উঠেছে সাবেক চ্যাম্পিয়ন কুমিল্লা।
ফাইনাল সামনে রেখে গতকাল কোনো অনুশীলন করেনি ঢাকা। টিম হোটেল আমারিতে বিশ্রামে কাটিয়েছেন সাকিবরা। সংবাদমাধ্যমে কথা বলেন দলটির কোচ খালেদ মাহমুদ সুজন। তার কথায়, ‘ফাইনালে যেহেতু এসেছি, অবশ্যই লক্ষ্য শিরোপা। আমরা এখন বেশ আত্মবিশ্বাসী। নিজেদের সামর্থ্যের প্রয়োগ ঘটানোর ক্ষেত্রে খুব মনোযোগী। কুমিল্লাও খুবই চমত্কার দল। বেশ কয়েকজন ভালো পারফর্মার আছে দলটিতে। তবে আমরা কারো দিকে বেশি নজর রাখতে চাই না। মাঠে নিজেদের গেম-প্লান অনুযায়ী খেলতে চাই। আশা করি, আমরা শিরোপা জিততে পারব।’
গতকাল বিসিবি একাডেমি মাঠে অনুশীলন করেছে কুমিল্লার খেলোয়াড়রা। নির্ভার থেকেই ফাইনাল খেলার ওপর জোর দিচ্ছেন দলটির কোচ মোহাম্মদ সালাহউদ্দিন। তিনি বলেন, ‘ফাইনালে স্নায়ুচাপ ধরে রাখা সবসময় কঠিন। তবে আমার বিশ্বাস, আমার ছেলেরা চাপ নেবে না। ঢাকা সবসময় ফাইনাল খেলে। আমাদের এমন সুযোগ বেশি আসেনি। ফাইনালের মতো ম্যাচে চাপ নিয়ন্ত্রণ করে যারা খেলতে পারবে, তারাই বেশি সুবিধা নিতে পারবে। আশা করি, আমরা দল হিসেবে সেরাটা খেলতে পারব।’
আগের বছর ফাইনালের দ্বৈরথ ছিল বিদেশী কোচের সঙ্গে দেশী কোচের। এবার তো দুই ফাইনালিস্ট দলের কোচই দেশী। এ প্রসঙ্গে সালাহউদ্দিন বলেন, ‘আমরা আসলে দেশী কোচদের কদর করতে জানি না। বাংলাদেশে ভালো মানের কোচ রয়েছে। তারা যে কতটা ভালো— এ বিপিএলে তাদের দলের পারফর্ম দেখলেই বোঝা যায়।’ কুমিল্লা অধিনায়ক ইমরুল কায়েস ফাইনাল জিততে আশাবাদী। তিনি বলেন, ‘ফাইনালে মাথা ঠাণ্ডা রাখতে হবে। আমরা গেমপ্ল্যান অনুযায়ী খেলার চেষ্টা করব। ইনশাআল্লাহ ভালো ফল আসবে। এটা আশা করতেই পারি।’
আজকের লড়াইটা সাকিব-তামিমেরও। মাশরাফি মর্তুজা, সাকিব বিপিএল শিরোপা জিতলেও আজ পর্যন্ত বিপিএল শিরোপার স্বাদ পাননি বাংলাদেশ ক্রিকেটের অন্যতম স্তম্ভ তামিম ইকবাল। কুমিল্লার হয়ে কাগজে-কলমে অধিনায়ক অবশ্য ইমরুল কায়েস। তবে মাঠে নেতার ভূমিকায় আছেন তামিমই। গুরুত্বপূর্ণ সময়ে সিদ্ধান্ত দিচ্ছেন বাংলাদেশ ক্রিকেটের এ রান মেশিন।